বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাসাঁথিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় মহিলা বীর মুক্তিযোদ্ধা ভানুকে দাফন

সাঁথিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় মহিলা বীর মুক্তিযোদ্ধা ভানুকে দাফন

আব্দুদ দাইন: পাবনার সাঁথিয়া উপজেলার একমাত্র মহিলা বীরমুক্তিযোদ্ধা ভানু নেছা(৭৫) আর নেই। শুক্রবার বিকেলে উপজেলার ধোপাদহ ইউনিয়নের তেথুলিয়া গ্রামে তার নিজ বাসভবনে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।(ইন্না লিল্লাহি—রাজিউন) তিনি দীর্ঘদিন বিভিন্ন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। সন্ধ্যায় তাকে রাষ্ট্রীয় মর্যাদায় জানাযা শেষে স্থানীয় কবরস্থানে সমাহিত করা হয়। সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার,উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহমেদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল লতিফ, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন,ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলামসহ নানা শ্রেণিপেশার মানুষ তার জানাযা নামাজে শরিক হন। তিনি দুই ছেলে, এক মেয়ে ও নাতী-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। একাত্তরে মুক্তিযুদ্ধে সম্মুখ যোদ্ধা হিসেবে তিনি বীরত্বপূর্ণ অবদান রেখেছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments