বৃহস্পতিবার, মে ২, ২০২৪
Homeসারাবাংলাঢামেকে আইসিইউ ইউনিটে আগুন: মৃতদের পরিচয় শনাক্ত

ঢামেকে আইসিইউ ইউনিটে আগুন: মৃতদের পরিচয় শনাক্ত

বাংলাদেশ প্রতিবেদক: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার আইসিইউ ইউনিটে আগুনের ঘটনায় রোগী সরানোর সময় ৩ জন মারা গেছেন। যারা মারা গেছেন তাদের পরিচয় শনাক্ত করা গেছে

মৃতরা হলেন- কিশোর রায় (৬৮), আব্দুল্লাহ আল মাহমুদ (৪৮) ও কাজী গোলাম মোস্তফা (৬৩)। এদের মধ্যে কিশোর রায় দিনাজপুরের বীরগঞ্জের বাসিন্দা এবং গোলাম মোস্তফা ঢাকার দক্ষিণখানের বাসিন্দা।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হকের নির্দেশে ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে হাসপাতালটির এনেসথেইসওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. মোজাফ্ফর হোসেনকে প্রধান করে ১০ সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে।

কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এ সময় করোনা ইউনিটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বলে জানিয়েছেন হাসপাতাল পরিচালক।

বুধবার (১৭ মার্চ) সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত। কিছু বুঝে ওঠার আগেই ধোয়াচ্ছন্ন হয়ে যায় পুরো কক্ষ। এ সময় আইসিইউতে থাকা ১৪ জন রোগীকে পুরাতন বার্ন ইউনিটের আইসিইউ, নতুন ভবনের সিসিইউ সহ বিভিন্ন ওয়ার্ডে সরিয়ে নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। স্থানান্তর করা ১৪ রোগীর মধ্যে মারা যান তিনজন।

প্রিয়জনকে আবারও সুস্থ জীবনে ফিরে পাওয়ার আশায় প্রহর গুণছিলেন স্বজনরা। কিন্তু এক মুহূর্তের অগ্নি দুর্ঘটনা কেড়ে নিল প্রাণ। কর্তৃপক্ষের অবহেলাতেই প্রিয়জনের মৃত্যু হয়েছে এমন অভিযোগ সব স্বজনের।

ডিএমসি পরিচালক জানান, যে তিনজন রোগী মারা গেছেন তাদের সবাই মুমূর্ষু অবস্থায় ছিলেন। আগুনে পুড়ে তাদের কারো মৃত্যু হয়নি বলেও দাবি তার।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, ‘এ ঘটনায় তিনজন মৃত্যুবরণ করেছেন। কারো অগ্নিদগ্ধের কোনো কারণ ঘটেনি। কোনো রোগী আগুনে পুড়ে বা আগুনের ধোয়া থেকে মারা গেছে এমন কোনো ঘটনা আমরা দেখিনি। তবে এটা তদন্ত করে আমরা চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারব। তারা সবাই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।’

এদিকে, পুড়ে যাওয়া আইসিইউ ইউনিট পরিদর্শনে আসেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

আগুন লাগার পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে তিনটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে ছাই করোনার আইসিইউ ইউনিটের বিছানা, প্রয়োজনীয় কাগজপত্রসহ বহু মূল্যবান জিনিস।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments