শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলাসাঁথিয়ায় প্রধানমন্ত্রীর উপহার ঘর পেয়ে বেজায় খুশী বৃদ্ধা ওজিফা ও প্রতিবন্ধী হিরু...

সাঁথিয়ায় প্রধানমন্ত্রীর উপহার ঘর পেয়ে বেজায় খুশী বৃদ্ধা ওজিফা ও প্রতিবন্ধী হিরু মিয়া

আব্দুদ দাইন: মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গিকার মুজিববর্ষে কেউ ভূমিহীন গৃহহীন থাকবেনা। তারই আওতায় পাবনার সাঁথিয়ায় আধাপাকা ঘর ও জমির দলিল পেয়ে বেজায় খুশী উপজেলার নন্দনপুর ইউনিয়নের অশীতিপর বৃদ্ধা বিধবা ওজিফা খাতুন ও ধোপাদহ ইউনিয়নের প্রতিবন্ধী হিরু মিয়াসহ সুবিধাভোগী অন্যান্যরা। সরেজমিন আশ্রয়ণ প্রকল্পে গেলে বৃদ্ধা ওজিফা ও প্রতিবন্ধী হিরু মিয়া বলেন, আমাদের নির্দিষ্ট কোন ঠিকানা ছিলনা। বাধের ওপরে ঝুপরির তলে কুকুর বিড়ালের মত দিনপাত করতাম। ঝড়বৃষ্টি বর্ষায় কতযে কষ্ট পোহাতে হতো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমদের জমি-ঘরসহ স্থায়ী ঠিকানা করে দিয়েছেন। নামাজে বসে সব সময় অসহায়ের ভরসাস্থল শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করি। ধোপদহ ইউনিয়নের দত্তপাড়া ও নন্দনপুর ইউনিয়নের বোয়াইলমারী আশ্রায়ণ প্রকল্পের শীলা রানী, মমতাজ খাতুন, স্বপ্না খাতুন,সরেন কুমার দাস, ফরিদা খাতুন, আমেনা খাতুন ছালেহা খাতুন, রহিমা খাতুন বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া এ ধরনের সুন্দর ঘর পেয়ে আমরা খুবই খুশী। এর মধ্যে কেউ কেউ ঘর নির্মাণে অনিয়মের অভিযোগ করে বলেন, তাদের ঘরের মেঝে ও দেয়ালে ফাটল ধরেছে। এ ব্যাপারে সাঁথিয়া উপেেজলা নির্বাহী অফিসার এস এম জামাল আহমেদ বলেন, সরকারি নির্দেশনা অনুসরণ করে যথাযথ ভাবে নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে। তবে যে যে জায়গায় ছোট-খাট ত্রুটি ছিল তা ইতোমধ্যে সংস্কার করা হয়েছে

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments