বুধবার, মে ৮, ২০২৪
Homeসারাবাংলারায়পুরে ৯ লাখ টাকার আতশবাজিসহ আটক ১

রায়পুরে ৯ লাখ টাকার আতশবাজিসহ আটক ১

তাবারক হোসেন আজাদ: লক্ষ্মীপুরের রায়পুরে প্রায় ৯ লাখ টাকা মূল্যের ১৭ হাজার ২৮০ পিচ ভারতীয় আতশবাজিসহ এক ব্যাক্তিকে আটক করেছে র‌্যাব-১১ সিপিসি-৩-এর লক্ষ্মীপুর ক্যাম্পের সদস্যরা।

আটক ব্যবসায়ী মোঃ শাহাদাত হোসেন (২১) উত্তর কেরোয়া গ্রামের মোঃ হারুনের ছেলে এবং পলাতক ব্যবসায়ী সোহেল ভুঁইয়া রায়পুরের চরপাতা গ্রামের নুরুল ইসলাম ভুঁইয়ার ছেলে ।

এ ঘটনায় মঙ্গলবার দুপুরে দুইজনকে আসামি করে র্যাবের পক্ষ থেকে রায়পুর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২০ জুলাই) দুপুর ৩টার দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৯ জুলাই) ১৬ টা ৩০ মি: সময় র‌্যাব লক্ষ্মীপুর-১১ সিপিসি-৩ সহকারি পুলিশ সুপার মোঃ শামিমের নেতৃত্বে র‌্যাব সদস্যরা শহরের মুড়িহাটা এলাকার রেসিডেনসিয়াল স্কুল এন্ড কলেজ গেইট সংলগ্ন ব্যবসায়ী সোহেলের দোকানে অভিযান চালিয়ে কর্মচারি সাহাদাতকে আটক করেন। এসময় র্যাবের উপস্থিতি বুঝতে পেরে দোকান মালিক সোহেল পালিয়ে যায়। এসম দোকানে তল্লাশি করে লুকিয়ে রাখা প্রায় ৯ লক্ষ টাকার অবৈধ ১৭ হাজার ২৮০ পিচ বিভিন্ন ধরনের বিস্পোরক দ্রব্য (চকলেট বোমা, ফটকা ও আতজবাজি) উদ্ধার করা হয়েছে।

রায়পুর থানার ওসি আবদুল জলিল বলেন, উদ্ধারকৃত আতশবাজির মুল্য আনুমানিক প্রায় পাঁচ লাখ টাকা। এ ঘটনায় রায়পুর থানায় র‌্যাবের পক্ষ থেকে দুটি মামলা দায়ের করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments