বাংলাদেশ প্রতিবেদক: নোয়াখালীর হাতিয়াতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ গাছের সাথে ধাক্কা লেগে ২ মোটরসাইকেল আরোহীর মারা গেছে।
নিহতরা হলেন, উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের বিরবিরি গ্রামের দিলাল উদ্দিনের ছেলে মো. মামুন (২৫) ও একই গ্রামের আব্দুর রহমানের ছেলে মো. তারেক (২০)। এ দুর্ঘটনায় আরও একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (১৮ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার জাহাজমারা টু নলছিরা সড়কের সৌদিয়া বাজারের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, দুপুর দেড়টার দিকে তিন মোটরসাইকেল আরোহী মোটরসাইকেল যোগে উপজেলার চরকিং ইউনিয়নে বিয়েতে যাওয়ার পথে উপজেলার জাহাজমারা ইউনিয়নের নলছিরা টু সৌদিয়া সড়কের বাজারের উত্তর পাশে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে পাশের জমিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপর দুজনের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদরে পাঠানো হলে পথে তার মৃত্যু হয়।
হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।