শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাটাঙ্গাইলে যমুনা নদীর পানি বিপদসীমার ৩৪ সেন্টিমিটার উপর

টাঙ্গাইলে যমুনা নদীর পানি বিপদসীমার ৩৪ সেন্টিমিটার উপর

আবুল কালাম আজাদ: উজানের পাহাড়ি ঢল ও ভারি বর্ষণের ফলে গত ২৪ ঘন্টায় টাঙ্গাইলে যমুনা নদীর পানি ৮ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৩৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি বৃদ্ধির ফলে যমুনা নদীর তীরবর্তী চরাঞ্চল টাঙ্গাইল সদর,নাগরপুর, কালিহাতী,ভূঞাপুর ও বাসাইল উপজেলার নিম্নাঞ্চলে বন্যার পানি প্রবেশ করে নতুন নতুন গ্রাম প্লাবিত হয়েছে।সেই সাথে বিভিন্ন এলকায় দেখা দিয়েছে তীব্র ভাঙন।বসতভিটায় হারিয়ে অনেকেই গবাদিপশুসহ সড়কের পাশে উঁচু স্থানে আশ্রয় নিয়েছে।দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট।তবে এখন পর্যন্ত সরকারি বেসরকারি কোন সহযোগীতা পাননি বলে অভিযোগ বানবাসিদের। টাঙ্গাইল সদর, কালিহাতী, ভূঞাপুর ও বাসাইলের বেশ কয়েকটি ইউনিয়নের শতাধিক বসতভিটা, মসজিদ, বাঁধসহ নানা স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন অব্যাহত থাকলেও ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে কোন ব্যবস্থা না নেয়ার অভিযোগ পানি উন্নয়ন বোর্র্ডের বিরুদ্ধে।এছাড়াও পানি বৃদ্ধির ফলে বিপৎসীমার উপর দিয়ে বইছে যমুনার শাখা নদী ধলেশ্বরী, লৌহজং, বংশাই ও ঝিনাই নদীর পানি। অন্যদিকে বন্যা দীর্ঘস্থায়ী হলে আমনের ক্ষতি হবার শঙ্কা করছেন কৃষি বিভাগ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments