শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলামুলাদীতে বিএনপির লিফলেট বিতরণে ছাত্রলীগের বাঁধা

মুলাদীতে বিএনপির লিফলেট বিতরণে ছাত্রলীগের বাঁধা

বাংলাদেশ প্রতিবেদক: মুলাদীতে বিএনপির লিফলেট বিতরণে ছাত্রলীগ বাঁধা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে সিনেমা হল এলাকায় এই ঘটনা ঘটে। শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রলীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতাকর্মীরা।

তবে ছাত্রলীগের দাবী, বিএনপি নেতাকর্মীরা বাজারের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে নেতাকর্মীরা বাঁধা দেয়। জানা গেছে, জ্বালানী তেল ও গ্যাসের দাম বৃদ্ধি এবং গণপরিবহণের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমানো, বেগম খালেদা জিয়ার কারামুক্তি ও সুচিকিৎসার দাবি জানিয়ে এবং জনমত গঠনের লক্ষে সরকার বিরোধী লিফলেট বিতরণ করেন উপজেলা ও পৌর বিএনপি নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আবিদুর রহমান হুমায়ুন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আল মামুন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক অধ্যাপক মুনিরুজ্জামান মনির, উপজেলা যুবদল নেতা সাবেক ভিপি আলহাজ্ব ছালাম কবির হাওলাদার, শাহ আলম হাওলাদার, কাজী কামাল হোসেন, হাবিবুর রহমান সাবু, মিজানুর রহমান হাওলাদার, পৌর কাউন্সিলর মিজানুর রহমান, যুবদল নেতা আনোয়ার হোসেন পিন্টু, কামাল হোসেন অপু মোল্লা, আরিফুর রহমান টিটু, স্বেচ্ছাসেবক দল নেতা আবু জাহিদ মোল্লা, রোকনুজ্জামান মোল্লা, সাইদুর রহমান জীবন, ইউনুছ আলী হাওলাদার, ইউনিয়ন বিএনপি নেতা আসাদুজ্জামান মালেক, ছাত্রদল নেতা হেমায়েত হাওলাদার, ইদ্রিসুর রহমান অপুসহ উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। নেতাকর্মীরা বন্দরের বিভিন্ন দোকানে এবং পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন। উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক অধ্যাপক মুনিরুজ্জামান বলেন, নেতাকর্মীরা লিফলেট বিতরনের সময় বেলা ১১টার দিকে মুলাদী মামুন সিনেমা হলের সামনে পৌছলে উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আহমেদ জুয়েলের নেতৃত্বে ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালিয়ে লিফলেট বিতরণে বাধা দেন। এসময় সাবেক ইউপি সদস্য আবু ছালেহ পল্লব সিকদার ও হেমায়েত হাওলাদারসহ কয়েকজন নেতাকর্মী আহত হয়। পরে তাদের কর্মসূচি বন্ধ হয়ে যায়। উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আহমেদ জুয়েল বলেন, বিএনপি নেতাকর্মীরা বাজারের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছিলো। তাই ছাত্রলীগ নেতাকর্মীরা বাঁধা দিয়েছে। সেখানে কেউ আহত হয়নি। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মাকসুদুর রহমান জানান, বিএনপির লিফলেট বিতরণের কর্মসূচি বিষয়ে আমাদের অবহিত করেনি। তাদের ওপর ছাত্রলীগ হামলা করেছে কিনা বিষয়টি জানা নাই।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments