মঙ্গলবার, মে ৭, ২০২৪
Homeসারাবাংলারোগীকে ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে হাসপাতালের অর্থদন্ড, ক্লিনিক সিলগালা

রোগীকে ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে হাসপাতালের অর্থদন্ড, ক্লিনিক সিলগালা

বাংলাদেশ প্রতিবেদক: নোয়াখালীতে চাটখিলে রোগীকে ভুয়া রিপোর্ট দেওয়ায় একটি হাসপাতালকে অর্থদন্ড ও অনুমোদন না থাকায় একটি ক্লিনিককে সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠান দুটি হলো ইবনে সিনা জেনারেল হাসপাতাল ও শিল্পী ডেন্টাল ক্লিনিক।

জানতে চাইলে নোয়াখালী সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, চাটখিল বাজারের ইবনে সিনা হাসপাতালে ল্যাবে টেকনিশিয়ান না থাকা ও ভুয়া রিপোর্ট প্রদান করার দায়ে ১০ হাজার টাকা অর্থদন্ড এবং শিল্পী ডেন্টাল ক্লিনিকের কোনো অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়।

গতকাল বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা হাকিম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল রায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments