বিমল কুন্ডু: সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে প্রিমিয়ার লীগ (এসপিএল) এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শাহজাদপুর ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন এ ক্রিকেট লীগের আয়োজন করেছে।
আজ ৬ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১ টায় শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জমকালো এ খেলার শুভ উদ্বোধন করেন, সিরাজগঞ্জ – ৬ (শাহজাদপুর) আসনের মাননীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন , সাবেক এমপি চয়ন ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, পৌরসভার মেয়র মনির আক্তার খান তরু লোদী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমেদ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, যুবলীগ নেতা রাজীব শেখ, ক্রিকেটার্স এ্যাসেসিয়েশনের সভাপতি মারুফ হোসেন সুনাম সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মেরিনা জাহান কবিতা এমপি শাহজাদপুর প্রিমিয়ার ক্রিকেট লীগের আয়োজকদের সাধুবাদ জানিয়ে বলেন, খেলাধুলা সুস্থ শরীর ও স্বাভাবিক মানসিকতা বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ক্রিকেট লীগের মাধ্যমে একদিকে যেমন শাহজাদপুরের মানুষ খেলাধুলায় আগ্রহী হবে, অন্যদিকে এর মাধ্যমে নতুন নতুন খেলোয়াড় তৈরি হয়ে জাতীয় পর্যায়ে আলো ছড়াবে।
উদ্বোধনী দিনে শাহজাদপুর ঈগল বনাম পাইরেটরস শাহজাদপুর নামে দুটি দলের খেলা অনুষ্ঠিত হয়। শাহজাদপুর ক্রিকেটার্স এসোসিয়েশনের সভাপতি মারুফ হোসেন সুনাম জানান, মাসব্যাপী এ আয়োজনে মোট ১২ টি দল অংশ নেবে। তিনি জানান, উদ্বোধনী খেলায় পাইরেটরস শাহজাদপুর ১ উইকেটে শাহজাদপুর ঈগলকে পরাজিত করে পূর্ন পয়েন্ট অর্জন করেছে ।