আরিফুর রহমান: মাদারীপুর সদর উপজেলার ধুরাইলে নিয়ন্ত্রন হারিয়ে মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থীর নবম শ্রেনির ছাত্র নাঈম (১৪) ও দশম শ্রেণির ছাত্র জনি ফরাজী (১৫) মারা গেছে। নিহতরা দুজন সম্পর্কে চাচাতো ভাই।

পারিবারিক সুত্র জানায়, মাদারীপুর সদরের ধুরাইলে সড়ক দুর্ঘটনায় দুই স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৮.৩০ মিনিটে ধুরাইলে হবিগঞ্জ ব্রিজ সংলগ্ন মোটরসাইকেল দুর্ঘটনায় লোকমান ফরাজির ছেলে নাইম ফরাজি ও জহির ফরাজির ছেলে জনি ফরাজি গুরুতর আহত হয়। পরে নাইম ফরাজিকে মাদারীপুর সদর হাসপাতালে ও জনি কে ফরিদপুর হাসপাতালে নেয়ার পথে মারা যায়। এ ঘটনায় নিহতের বাড়িতে চলছে শোকের মাতম ।

মাদারীপুর সদর থানার ওসি মো.কামরুল ইসলাম মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেন। মাদারীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই স্কুল ছাত্র মারা গেছে । নিহত দুজন সম্পর্কে চাচাতো ভাই হয় বলে জানা যায়।

Previous articleরংপুরে গত ২৪ ঘণ্টায় আরও ১৬৪ জনের করোনা শনাক্ত
Next articleদুবাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১২
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।