বৃহস্পতিবার, মে ২, ২০২৪
Homeসারাবাংলাসুন্দরবনে খাল থেকে আবারো মৃত বাঘ উদ্ধার

সুন্দরবনে খাল থেকে আবারো মৃত বাঘ উদ্ধার

বাংলাদেশ প্রতিবেদক: সুন্দরবনের খাল থেকে আবারো ভাসমান অবস্থায় একটি মৃত বাঘ উদ্ধার করেছে বন বিভাগ।

শুক্রবার বিকেলে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চর সংলগ্ন রুপার খাল থেকে বাঘের মরদেহটি উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে উদ্ধার হওয়া বাঘটির বয়স ১৫ থেকে ১৬ বছর। তবে বাঘটির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া জায়নি বলে বলে জানিয়েছে বন বিভাগ।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বার্ধক্যজনিত কারণে বাঘটি মৃত্যু হয়ে থাকতে পারে।

এ ব্যাপারে সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন বলেন, রুপার খাল এলাকায় বাঘটির মরদেহ ভাসতে দেখে বনরক্ষীরা তা উদ্ধার করেছে। আগামীকাল শনিবার সকালে মৃত বাঘটিকে শরণখোলা রেঞ্জ অফিসে আনা হবে। বাঘটির মৃত্যুর সঠিক কারণ জানতে সেখানে মৃত দেহের ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই বাঘটির মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান এ কর্মকর্তা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments