সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষকেরা এখন বছরের দ্বিতীয় প্রধান আবাদের সরিষা ফসল মাঠ থেকে তুলছেন ৷ সরিষা ফসলের ফলন ভালো হারে মিলছে ৷ হাটগুলোয় নতুন সরিষা কেনাবেচায় উঠছে৷ উল্লাপাড়া উপজেলা অঞ্চলের কৃষকদের কাছে সরিষা ফসল বছরের দ্বিতীয় প্রধান আবাদ হয়েছে ৷
কৃষি অফিস থেকে জানানো হয় এবারের মৌসুমে সরিষা ফসল আবাদের সরকারী লক্ষ্যমাত্রা ধরা ছিল ১৯ হাজার ৮০ হেক্টর ৷ সে লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে বলে জানা গেছে ৷ উল্লাপাড়ার কৃষকেরা মাঘি ও সেতি দ্#ু৩৯;জাতের সরিষা ফসল আবাদ করে থাকেন ৷ বিভিন্ন মাঠে কৃষকেরা বেশী হারে ফলন মেলে এমন উন্নত জাতের মাঘি ও সেতি জাতের সরিষা ফসল কৃষকেরা আবাদ করেছেন ৷ উপজেলার উধুনিয়া , বড় পাঙ্গাসী , মোহনপুর , বাঙ্গালা ইউনিয়ন এলাকার সব মাঠেই সরিষা ফসল আবাদ ফি বছরের মতো এবারেও করা হয়েছে ৷ এছাড়া অন্য ইউনিয়নগুলোয় কমবেশী পরিমাণ জমিতে সরিষা ফসলের আবাদ করা হয়েছে ৷ গত সপ্তাহ খানেক হলো উপজেলার বিভিন্ন এলাকার মাঠ থেকে সরিষা ফসল তোলা শুরু হয়েছে৷ কৃষকেরা মাঠ থেকে সরিষা ফসল তুলে তাদের উঠোন আঙ্গিনায় আনছেন৷ বিভিন্ন এলাকার কৃষকেরা জানান বিঘা প্রতি পাচ থেকে সাড়ে পাচ মণ হারে তারা সরিষার ফলন পাচ্ছেন ৷
নাগরৌহা মাঠে কৃষক আঃ রাজ্জাক , গফুর প্রামাণিক , সুলতান মিয়াসহ আরো ক্#৩৯;জন কৃষক জমি থেকে সরিষা ফসল তুলছেন ৷ তারা প্রতিবেদককে বলেন গত দিন তিনেক হলো তারা সরিষা তুলে বাড়ীর উঠোন আঙ্গিনায় নিচ্ছেন ৷ তারা বলতে গেলে ভালো হারে ফলন পাচ্ছেন বলে জানান ৷ সরিষা তুলে সেসব জমিতে বোরো ধান চারা লাগাবেন৷ এদিকে এলাকার হাটগুলোয় কৃষকেরা বেচতে নতুন সরিষা তুলছেন ৷ প্রতি মণ সরিষা আড়াই হাজার থেকে ২৬ শ টাকা দরে কেনাবেচা হচ্ছে ৷একাধিক ব্যবসায়ী জানান হাটগুলোয় আর দিন কয়েক পর থেকেই নতুন সরিষা কেনাবেচায় পুরোদমে উঠবে৷ উপজেলা
কৃষি বিভাগের বেশ ক’জন উপ সহকারী কৃষি কর্মকর্তা বলেন এবারে আবহাওয়া ভালো ছিলো৷ অনেক মাঠেই কৃষকেরা সরিষা ফসলের আশার চেয়ে বেশী হারে ফলন পাচ্ছেন ৷