শুক্রবার, সেপ্টেম্বর ১৩, ২০২৪
Homeসারাবাংলাতাহিরপুরে ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের সাথে মতবিনিময়

তাহিরপুরে ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের সাথে মতবিনিময়

আহম্মদ কবির: সুনামগঞ্জের তাহিরপুরে উপজেলা আইনশৃঙ্খলা সমন্বয় কমিটির আয়োজনে,উপজেলার ৭টি ইউনিয়নের (ইউপি)নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের সাথে নির্বাচনের আচরণ বিধি অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আজ বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায়, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান কবির এর সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বিপিএম,জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মুরাদ উদ্দিন হাওলাদার,তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলাউদ্দিন,(তাহিরপুর-জামালগঞ্জ) সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহিদুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার(রিটার্নিং কর্মকর্তা)মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা (রিটার্নিং কর্মকর্তা) হাসান উদ-দৌলা,উপজেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুুুরুল ইসলাম,থানা অফিসার ইন-চার্জ ওসি মোঃ আব্দুল লতিফ তরফদার প্রমুখ।

এছাড়াও উপজেলার ৭টি ইউনিয়নের(ইউপি)নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগণসহ স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments