গিয়াস কামাল: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মেঘনা নদীতে অবৈধ মাছের ঘের নির্মাণ করে পোনাসহ বিভিন্ন জাতের মাছ নিধন করেছেন জেলারা এমন অভিযোগের ভিত্তিতে সোনারগাঁও উপজেলা মৎস কর্মকর্তা জেসমিন আক্তারের নেতৃত্বে বৈদ্যেরবাজার নৌ-পুলিশ ফাঁড়ির ইনর্চাজ শাহীন মামুনের সহযোগিতায় আনন্দ বাজার ও নুনেরটেক এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১০টি অবৈধ মাছের ঘের, ঝোপ, বানা উচ্ছেদ করেছেন।

সোমবার দিনব্যাপী উপজেলা মৎস কর্মকর্তাদের উদ্যোগে এ অভিযান পরিচালনা করেন। এসময় বিপুর সংখ্যক নৌ-পুলিশ উপস্থিত ছিলো। উপজেলা মৎস কর্মকর্তা জেসমিন আক্তার বলেন, যে সেব জেলেরা অবৈধ ঘের, ঝোপ, বানা দিয়ে মাছ শিকার করছে তাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছি। যারা এসব কাজে জড়িত তাদের বিরুদ্ধে মামলাসহ জেল ও জরিমানা করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন  ডোমারে সুপারি বাগান থেকে লাশ উদ্ধার
Previous articleরংপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন
Next articleবাল্যবিয়ে রোধে সচেতনতা প্রয়োজন: পরিকল্পনা মন্ত্রী
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।