শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলারংপুর জিলা স্কুল স্কাউট গ্রুপের দীক্ষা প্রদান অনুষ্ঠিত

রংপুর জিলা স্কুল স্কাউট গ্রুপের দীক্ষা প্রদান অনুষ্ঠিত

জয়নাল আবেদীন: বাংলাদেশ স্কাউটস রংপুর জেলার আওতাধীন রংপুর জিলা স্কুল স্কাউট গ্রুপের স্কাউটিংয়ে আগ্রহী ২০২২ শিক্ষাবর্ষের নতুন কাব ও স্কাউট সদস্যদের দীক্ষা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সকালে রংপুর জিলা স্কুল অডিটোরিয়াম সংলগ্ন মাঠে রংপুর জিলা স্কুলের সহকারি শিক্ষক (ইংরেজি) ও স্কাউট ইউনিট লিডার অহেদুজ্জামান-উডব্যাজারের সভাপতিত্বে দীক্ষা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক আবু রায়হান মিজানুর রহমান। এসময় বাংলাদেশ স্কাউট দিনাজপুর অঞ্চলের উপ- কমিশনার (প্রশিক্ষণ) সিদ্দিকুর রহমান, রংপুর জেলা স্কাউটের সম্পাদক আব্দুর রহিম, বাংলাদেশ স্কাউটস রংপুর জেলার সহকারি পরিচালক সুধীর চন্দ্র বর্মন, রংপুর জেলা স্কুলের সহকারি প্রধান শিক্ষক ও রংপুর জেলা স্কাউটের সহকারি কমিশনার রাফিউল কাদের উপস্থিত ছিলেন ।

সকালে স্কাউটিং নিয়মানুসারে প্যাক ও ট্রæপ মিটিংয়ের মাধ্যমে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দীক্ষা অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দের রংপুর জিলা স্কুল কাব ও স্কাউট গ্রুপের বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরে বক্তব্য রাখেন।পরে স্কাউটিংয়ে নিয়ম অনুযায়ী কাব ও স্কাউট সদস্যদের স্কাউট পতাকা স্পর্শ করিয়ে এবং স্কাউট চিহ্ন প্রদর্শনের মধ্য দিয়ে শপথ বাক্য পাঠ শেষে স্কার্ফ ও ব্যাজ পরিয়ে দীক্ষা প্রদান করা হয়। দীক্ষা প্রদানের মধ্য দিয়ে নব দীক্ষিত কাব ও স্কাউট সদস্যরা বাংলাদেশ স্কাউটস ও বিশ্ব স্কাউটসের কাব ও স্কাউট সদস্যের স্বীকৃতি অর্জন করেছে।

দীক্ষাগ্রহণ অনুষ্ঠানে রংপুর জিলা স্কুলের ২০২২ শিক্ষাবর্ষের তৃতীয় শ্রেণিতে অধ্যয়নরত ৭২জন শিক্ষার্থী কাব স্কাউট হিসেবে এবং ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত ২৪ শিক্ষার্থী স্কাউটিংয়ে দীক্ষা গ্রহন করেছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments