সাহারুল হক সাচ্চু: উল্লাপাড়া সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রায় দুই কিলোমিটার দীর্ঘ রেলপথ ও পাকা সড়ক পথের ধারের শিমুল গাছগুলো থেকে এখন তুলা সংগ্রহ শুরু হয়েছে ৷ ঘাটিনা থেকে পূর্ব দিকে পথ দু’টির ধারের বড় ছোটো শিমুল প্রায় চারশো শিমুল গাছ রয়েছে ৷ এলাকার বিভিন্ন গ্রামের বিশ থেকে পচিশ জন গাছগুলো থেকে তুলা সংগ্রহ করেন ৷ এখন তারাই গাছ থেকে তুলা সংগ্রহ করছেন ৷ এতে তাদের বাড়তি টাকা আয় হয় ৷

উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের করতোয়া নদীর পূর্ব পাড় ঘাটিনা থেকে ঢাকা – ঈশ্বরদী রেলপথের ধার ঘেষে সলপ রেল ষ্টেশন কাছাকাছি এলজিইডি থেকে প্রায় দুই কিলোমিটার দীর্ঘ পাকা সড়ক নির্মাণ করা হয়েছে ৷ রেল পথ ও পাকা সড়ক পথ দ্#ু৩৯;টির ধারে প্রায় চারশো শিমুল গাছ রয়েছে ৷ এর মধ্যে এলজিইডির সড়ক পথের ধারে বেশী সংখ্যক শিমুল গাছ রয়েছে ৷ খোজ নিয়ে জানা গেছে গাছগুলো আশেপাশের বিভিন্ন গ্রামের নানা পেশার বসতিরা লাগিয়েছেন ৷ গতকাল শনিবার বিকেলে মাটিকোড়া এলাকায় গিয়ে দেখা গেছে আনোয়ার হোসেন মন্ডলের পরিবারের লোকজন গাছ থেকে তুলা সংগ্রহ শুরু করছেন ৷

পরিবারের গৃহবধূ বলেন গত পরশু শুক্রবার প্রথম গাছ থেকে তুলার গোটা পেরে তা রোদে শুকাতে দিচ্ছেন ৷ উপজেলার মাটিকোড়া গ্রামের নুরুল ইসলাম প্রায় বিশ বছর আগে এলজিইডির সড়কের ধারে নয়টি শিমুল গাছ লাগিয়েছেন ৷ তিনি লাগানো গাছগুলো থেকে তুলা সংগ্রহ করে বিক্রি করেন ৷ এবারে গোটা টেকেনি বলে তিনি তুলা সংগ্রহ করতে পারছেন না বলে জানান ৷ একই গ্রামের সাবেক ইউপি সদস্য মতিয়ার রহমান মতির লাগানো গাছগুলো থেকে দুএকদিনের মধ্যে তুলা সংগ্রহ শুরু করবেন বলে জানানো হয় ৷ এলাকার বসতি নানা পেশার সাধারণ জনগণের কথায় রেল পথ ও সড়কের ধারের শিমুল গাছগুলো থেকে অনেকেই সংগ্রহের তুলা বেচে টাকা আয় করছেন ৷

আরও পড়ুন  বেগমগঞ্জে সন্তানের বিরুদ্ধে সম্পত্তি আত্মসাতের অভিযোগ মায়ের
Previous articleমুন্সীগঞ্জে চাঁদাবাজির প্রতিবাদ করায় কাউন্সিলর পুত্রকে ডেকে নিয়ে হত্যা
Next articleচাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে শিশু হত্যার পলাতক আসামি গ্রেফতার
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।