শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাবর্ণাঢ্য আয়োজনে লিচু মেলার উদ্বোধন করলেন কৃষিমন্ত্রী

বর্ণাঢ্য আয়োজনে লিচু মেলার উদ্বোধন করলেন কৃষিমন্ত্রী

স্বপন কুমার কুন্ডু: বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে দুই দিন ব্যাপী লিচু মেলার উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটির আয়োজনে বৃহস্পতিবার (২ জুন) বিকেল তিনটায় বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের (বিএসআরআই) স্কুলমাঠে লিচুমেলার উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী সরকারের কৃষিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিবিদ ড. আব্দুর রাজ্জাক এমপি। সভাপতিত্ব করেন পাবনা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ নূরুজ্জামান বিশ্বাস। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটির সভাপতি সিদ্দিকুর রহমান ময়েজ।

বিশেষ অতিথি ছিলেন শহিদুল ইসলাম বকুল এমপি, হোসনে আরা বেগম এমপি, শামীমা আক্তার খানম এমপি, নাদিরা ইয়াসমিন জলি এমপি, পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক রেজাউল রহিম লাল, সাবেক এমপি মঞ্জুর রহমান বিশ্বাস, সাবেক এমপি পাঞ্চাব আলী বিশ্বাস, পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বেনজির আলম, বাংলাদেশ ধান গবেষণা কেন্দ্রের মহাপরিচালক ড. শাহজাহান কবির, বিএসআরআই মহাপরিচালক ড. আমজাদ হোসেন, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক মির্জা মোফাজ্জল ইসলাম, ডাল গবেষনা কেন্দ্রের পরিচালক ড. মোঃ মহি উদ্দিন, ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, পাবনার পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান, ঈশ্বরদী পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা, ঈশ্বরদী উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, আটঘরিয়া পৌরসভার মেয়র শহিদুল ইসলাম রতন, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সদস্য পরিচালক মোস্তাফিজুর রহমান, কৃষক উন্নয়ন সোসাইটির সাধারণ সম্পাদক আবুল হাসেম।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ রশিদুল্লাহ, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, পৌর আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক, পাবনা জেলা আ’লীগের সাবেক উপদপ্তর সম্পাদক ব্যারিষ্টার সৈয়দ আলী জিরু, বঙ্গবন্ধু পরিষদের কোষাধ্যক্ষ জালাল উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, নারী ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী প্রমূখ।

কৃষি মন্ত্রী ঈশ্বরদীতে এসে দাশুড়িয়ার নওদাপাড়ায় কৃষক সিদ্দিকুর রহমান ময়েজের লিচু বাগান পরিদর্শন করেন। এরপর তিনি আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে মেলার উদ্বোধন শেষে তিনি মেলার স্টল পরিদর্শন করেন। পরে কৃষক সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।

লিচু মেলাকে ঘিরে স্কুলমাঠ বর্ণিল সাজে সাজানো হয়। লিচু দিয়ে সুসজ্জিত মঞ্চ ও মেলার প্রবেশ পথে লিচু দিয়ে তৈরি ফটকের সাজসজ্জা নজর কেড়ছে সবার। মেলার স্টলগুলোতে শোভা পাবে লিচুসহ নানা কৃষি পণ্য। শহরের প্রধান সড়কে একাধিক সুসজ্জিত তোরণ নির্মাণ করা হয়। মেলায় যোগ দিতে সারাদেশ থেকে সোসাইটির শত শত সদস্য ঈশ্বরদীতে এসেছেন।

দুইদিন ধরে কৃষক ও সকলস্তরের মানুষের মাঝে সৃষ্টি। লিচু মেলা যেন জাতীয়ভাবে প্রতিবছর ঈশ্বরদীতে আয়োজন করা হয় সেজন্য মাননীয় কৃষিমন্ত্রী মহোদয়কে সকল মহলের পক্ষ হতো অনুরোধ জানানো হয়।

বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটির কেন্দ্রীয় কমিটির সভাপতি সিদ্দিকুর রহমান ময়েজ বলেন, লিচু মেলা শুধু উৎসবই নয়। এ অঞ্চলের কৃষকের প্রাণের স্পন্দন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments