বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeজাতীয়বর্ষার আগেই যমুনার ভাঙন রোধে কাজ করা হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

বর্ষার আগেই যমুনার ভাঙন রোধে কাজ করা হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

আব্দুল লতিফ তালুকদার: ভাঙতে ভাঙতে ভাঙনকবলিত যমুনা পাড়ের মানু্ষের দেয়ালে পিঠ ঠেঁকে গেছে। এর আগেও অনেকবার ভাঙনরোধের কথা বললেও কাজের কাজ কিছুই হয়নি। শতশত একর ফসলি জমি, বসতভিটি নদী গর্ভে বিলীন হয়েছে। এবার আবারো যমুনা নদী ভাঙনরোধে প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এ জন্য সমীক্ষা চলছে।

বন্যার আগেই ভাঙনরোধে যমুনা নদীতে বেড়িবাঁধের কাজ শুরু করা হবে’ বলে জানিয়েছে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

বৃহস্পতিবার (২ জুন) সকালে টাঙ্গাইল সদর উপজেলার পৌলী গ্রামে যমুনা নদীভাঙন এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, ইতোমধ্যে ২ দশমিক ৯ কিলোমিটার বাধেঁর জন্য একটি প্রকল্প প্রক্রিয়াধীন আছে। চলতি বন্যার মধ্যে কাজটি শুরু করলে টেকসই হবে না। তাই পানি কমে গেলে কাজ শুরু হবে। ফলে আগামী বন্যায় নদীভাঙন থাকবে না। ভাঙন রোধে পাড় থেকে দেড় থেকে ২০০ ফিট দূরে স্পার তৈরী করা হবে। ফলে স্রোতের আঘাত সরাসরি পাড়ে লাগবে না। বাংলাদেশ নদীমাতৃক দেশ। ভাঙা গড়াই নদীর খেলা।

একদিকে ভাঙে অন্যদিকে চরও জেগে উঠে। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। শিল্পান্নত দেশগুলো এ অবস্থার জন্য দায়ী।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মিজানুর রহমান, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পূর্ব রিজিওন) মাহবুর রহমান, টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম, টাঙ্গাইল সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী প্রমুখ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments