বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাবঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ শিরোনামে বক্তৃতা প্রতিযোগিতায় সবাইকে পিছনে ফেলে রংপুর বিভাগে প্রথম...

বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ শিরোনামে বক্তৃতা প্রতিযোগিতায় সবাইকে পিছনে ফেলে রংপুর বিভাগে প্রথম আয়শা

জয়নাল আবেদীন: সবাইকে পিছনে ফেলে রংপুর বিভাগে প্রথম হয়ে পল্লীগাঁয়ের আশা জাতীয় পর্যায়ে অংশ গ্রহনের
জন্য নির্বাচিত হয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে ।

জাতীয় শিক্ষা সপ্তাহ -২২ উপলক্ষে বিভিন্ন ইভেন্টে জেলা শহরের নামি দামি শিক্ষা প্রতিষ্ঠানের বাঘা বাঘা সব শিক্ষার্থীরা অংশ নিলেও বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ শিরোনামে বক্তৃতা প্রতিযোগিতায় তারা সফল হতে পারেনি ।

এই প্রতিযোগিতায় রংপুরের কাউনিয়া উপজেলার ভায়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী আয়শা সিদ্দিকা আশা প্রথমে উপজেলা এরপর জেলা এবং সবশেষে রংপুর বিভাগের মধ্যে প্রথম স্থান অধিকার করে জাতীয় পর্যায়ে অংশ গ্রহনের জন্য নির্বাচিত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় প্রতিযোগিতা শেষে রাত ৮টায় রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ হল রুমে তার হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রংপুর বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল ওয়াহাব ভূঞা।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর রংপুর অঞ্চলের পরিচালক প্রফেসর এস এম আঃ মতিন লস্কর ।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী মোছাঃ আয়শা সিদ্দিকা আশা উপজেলার ভায়ারহাট এলাকার অবসরপ্রাপ্ত সৈনিক আবু বক্কর সিদ্দিক ও ভায়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছাঃ জুলেখা বেগমের কন্যা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments