সোমবার, মে ২০, ২০২৪
Homeসারাবাংলাবাউফলে দুই লঞ্চের প্রতিযোগীতায় আহত শিশুর মৃত্যু

বাউফলে দুই লঞ্চের প্রতিযোগীতায় আহত শিশুর মৃত্যু

অতুল পাল: ঈদের ছুটি শেষে কর্মস্থলগামী বেশি যাত্রী পাওয়ার আসায় বাউফল থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী দুটি লঞ্চের প্রতিযোগীতার সময় সংঘটিত দুর্ঘটনায় আহত ২ বছরের শিশু মার্জিয়ার মৃত্যু হয়েছে।

গতকাল শুক্রবার (২৯ জুলই) রাতে ঢাকা শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। মার্জিয়া বাউফলের কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামের মেহেদী হাসানের মেয়ে। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ঈদের ছুটিতে আসা কর্মস্থলমূখী যাত্রীদের নিয়ে গত ১৭ জুলাই বাউফলের কালাইয়া ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় এম.ভি.ধুলিয়া-১ ও এম.ভি.বন্ধন-৫ লঞ্চ। লঞ্চ দুটি ধুলিয়া ঘাটে আগে ভিড়ে বেশি যাত্রী উঠানোর আসায় তেঁতুলিয়া নদীতে প্রতিযোগীতা শুরু করে। এসময় এম.ভি. বন্ধন-৫ লঞ্চের আগে ধুলিয়া পল্টুনে ভিড়তে গিয়ে এম.ভি. ধুলিয়া-১ লঞ্চটি দ্রুত গতিতে পল্টুনে ধাক্কা দেয়। ধাক্কায় পল্টুনে থাকা যাত্রীরা ছিটকে পড়ে আহত হন। কয়েকজন তেঁতুলিয়া নদীতে পড়ে যায়।

যাত্রীদের মধ্যে আতঙ্ক, হুড়োহুড়ি এবং মানুষের চাপে ৩০ যাত্রীর সঙ্গে আহত হয় শিশু মার্জিয়া (২)। তাকে চিকিৎসার জন্য প্রথমে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকা শিশু হাসপাতালে নেয়া হয়। গত শুক্রবার শিশুটি ঢাকা শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল মামুন জানান, ঘটনার পরেই একটি মামলা হয়েছিল। এখন ওই মামলার সূত্র ধরেই পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments