শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলা৮০ বছরের পুরনো গাড়ি নিয়ে ইউরোপীয় পর্যটক দল গাজীপুরে

৮০ বছরের পুরনো গাড়ি নিয়ে ইউরোপীয় পর্যটক দল গাজীপুরে

সুমন গাজী: প্রায় শত বছরের পুরনো নামিদামি মডেলের ২০টি গাড়ি নিয়ে ৪৩ জনের একদল বিদেশি পর্যটক এসেছেন বাংলাদেশে। মঙ্গলবার (৮ নভেম্বর) বিকালে তারা গাজীপুরের সারাহ রিসোর্টে এসে পৌঁছান। আন্তদেশীয় ইস্ট হিমালয়ান কার র‌্যালিতে অংশ নেওয়া এসব পর্যটক ভারতের ডাউকি দিয়ে তামাবিল ইমিগ্রেশন হয়ে বাংলাদেশে আসে।

দ্য জার্নি ওয়ালেট বাংলাদেশের পর্যটনকে বিকশিত ও বহির্বিশ্বে তুলে ধরতে প্রথমবারের মতো আন্তদেশীয় গাড়ির এই শোভাযাত্রা প্রদর্শনীর আয়োজন করে।

৮০ বছরের পুরনো গাড়ি নিয়ে ইউরোপীয় পর্যটক দল গাজীপুরে রবিবার (৬ নভেম্বর) সকালে ইউরোপ-আমেরিকার ২০টি ক্লাসিক্যাল গাড়ি নিয়ে কারনেট সুবিধার আওতায় দলটি সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। ঐতিহাসিক এ ভ্রমণে অংশ নেন যুক্তরাষ্ট্র, কানাডা, সুইজারল্যান্ড, জাপান, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, পোল্যান্ড ও ফ্রান্সের নাগরিকরা। শত বছরের পুরনো মডেলের গাড়ি নিয়ে ভ্রমণপিপাসু পর্যটকরা প্রতিবছর এই অ্যাডভেঞ্চার শোভাযাত্রা করে থাকে।

মঙ্গলবার বিকালে ভ্রমণকারীরা নিজ দেশের পতাকা নেড়ে গাজীপুরের সারাহ রিসোর্টে এসে পৌঁছান। এ সময় বাহারি রং আর ডিজাইনের এসব গাড়িতে থাকা ভ্রমণকারীদের স্বাগত জানান স্থানীয় উৎসুক জনতা।

গাজীপুরের সারাহ রিসোর্টের মহাব্যবস্থাপক (জিএম) আহমেদ রাকিব বলন, ভিনদেশি এসব পর্যটক আমাদের রিসোর্টে আসায় আমরা খুবই খুশি। আশা করি তাদের মাধ্যমে বিদেশিরা বাংলাদেশ সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারবে। তাদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তারা বাংলাদেশের পরিবেশ, আতিথেয়তায় মুগ্ধ বলে জানান তিনি।

গত ২০ অক্টোবর থেকে শুরু হওয়া আন্তর্জাতিক ইস্ট ইন্ডিয়া হিমালয় ভিনটেজ কার র‌্যালিতে অংশ নেওয়া দলটি এ বছর বাংলাদেশসহ তিনটি দেশ ভ্রমণ করবে। ২৪ দিনের ভ্রমণে ৩ হাজার ২৪৪ কিলোমিটারের পথ পাড়ি দিয়ে র‌্যালিটি ১২ নভেম্বর কলকাতায় গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

দ্য জার্নি ওয়ালেটেরে ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান সাংবাদিকদের বলেন, অংশগ্রহণকারীরা নিজেরা পরিকল্পনা করেছে বাংলাদেশের কোথায় কোন পথে যাবে। তাদের অনেক গাড়ি ৮০ থেকে ১০০ বছরের পুরনো। তারা বাংলাদেশের প্রকৃতি ও সৌন্দর্য দেখে অভিভূত। শুক্রবার (১১ নভেম্বর) বেনাপোল দিয়ে ভারতে প্রবেশ করবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments