বাংলাদেশ প্রতিবেদক: নওগাঁর সাপাহার উপজেলার গোয়ালা ইউনিয়নে বে-সরকারী উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর উদ্যোগে অসহায় দুস্থ্য শীতার্ত প্রবীণদের মাঝে শীত বস্ত্র হিসেবে (কম্বল) বিতরণ করা হয়েছে।

রিক সাপাহার এরিয়ার উদ্যোগে সোমবার বিকেল ৫ টায় পরিষদ মিলনায়তনে ইউনিয়ন প্রবীণ ইউনিটের সভাপতি হাসান মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বিতরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালা ইউপি চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান (জামান)

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিক কেন্দ্রীয় কার্যালয়ের ডেপুটি ম্যানেজার এস এ হালিম,
প্রবীণ কল্যাণ কর্মসূচি রিক কেন্দ্রীয় কার্যালয়ের কর্মকর্তা মোঃ ফারুক রহমান,রাজশাহী জোনাল ম্যানেজার মোঃআজিজার রহমান, সাপাহার এরিয়া ম্যানেজার রাজিব খান,
কারিগরি কর্মকর্তা (কৃষি)বকুল শাহ, গোয়ালা শাখা ব্যবস্থাপক,বারিউল ইসলাম প্রমূখ। এ সময় সাপাহার এরিয়া ও বিভিন্ন শাখা পর্যায়ের কর্মকর্তা,জন প্রতিনিধি,সমাজসেবীগণ এ সময় উপস্থিত ছিলেন ।

Previous articleলেইস ফিতাওয়ালা – এম এ বাশার
Next articleপায়রা বন্দরের চেয়ারম্যান অসামান্য সেবা পদকে ভূষিত
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।