শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসাহিত্যকবিতালেইস ফিতাওয়ালা - এম এ বাশার

লেইস ফিতাওয়ালা – এম এ বাশার

লেইস ফিতাওয়ালা
এম এ বাশার

শহর-বন্দরের তেপ্পান্ন গলি পেরিয়ে দেহতরী নিয়ে ছুটছে এক লেইস ফিতাওয়ালা।
হৃদ কমলের টানে, সুরের লহরী মিশিয়ে হাঁক-ডাক দেয়
এই লেইস ফিতা, লেইস, লেইস ফিতা।
অর্থ নয়, বিত্ত নয়, জীবন- জীবিকার জন্য নয়।
ছদ্দবেশী ফেরিওয়ালা নিষ্ঠুর গ্লানির বোঝা নিয়ে, অবিরাম হেঁটে চলছে অনন্তকাল।
এক অদৃশ্য মায়ার বাঁধনে যাকে জড়িয়ে ছিল হৃদপিন্ডের সরু পথে।
তাকে একনজর দেখার অভিলাষে, ক্লান্তিহীন পায়ে পায়ে, হেঁটে হেঁটে, পদচিহ্নের রক্তক্ষরণে জনপদ ভেসে যায়।
তবুও থামে না সে
ধ্রুপদী স্বপ্নজাল তাকে থামতে দেয় না!
অবুঝ মন!সে তো জানে না, কষ্টের ওজন কত?
আকাশ সমান? ধরিত্রীর সমান?
দূরের দিগন্ত রেখায় তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে, আর ভাবে, বুকের পাঁজরে অনাদিকাল ধরে যে লেপ্টে আছে ;
তার কোমল হাতে এক গোছা রেশমি চুড়ি পড়ানোর স্বপ্নসাধ —
স্বাদ মিটেনি তার কোন কালে।
পথের ধুলো, কাদামাটি মারিয়ে, অন্তহীনার পানে ছুটছে, মাইলের পর মাইল, সকাল হতে সন্ধ্যা, শতাব্দীর পর শতাব্দী।
ক্লান্ত গোধূলির শেষে, অবসন্ন দেহে বসে পড়ে ফুটপাতের উপর।
শূন্য দুটি হাত বিষাদের ধনী তুলতে তুলতে, চোখ দুটো বুজে আসে ;
অকস্মাৎ মনে হয়, কে যেন ডাকছে,এই যে ফিতাওয়ালা এই যে…….
চমকে উঠে!!
চোখ মেলতেই দেখে চারিদিক অন্ধকার! কেউ নেই ——
এবার শহরে নয, বন্দরে নয়,
শ্যামল ছায়ার আঁকাবাঁকা পথে,
গাঁও গেরামের আল ধরে,
আবারো স্বপ্নের রঙ মিশিয়ে হাঁক-ডাক দেয়,এই লেইস ফিতা,লেইস, লেইস ফিতা।
ততক্ষনে দূরের আকাশে কালো মেঘে ছেয়ে গেছে, আঁধারে ঘিরিছে চারিদিক —-!!
বজ্রপাতের অনির্বাণ শব্দে, সমস্ত গ্রামীণ উপকণ্ঠ স্তব্ধ হয়ে যায়।
বজ্রপাতের ভয়ার্ত আওয়াজ,আর লেইস ফিতাওয়ালার হাঁক- ডাক একসাথে মিশে একাকার।
অতঃপর! পড়ে থাকে আকাশ,
পৃথিবী, গাঁওগ্রাম, শহর বন্দরের তেপ্পান্ন গলি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES

  “বাঁচার রসদ “

শরৎ সন্ধ্যা

- Advertisment -

Most Popular

Recent Comments