মোঃ পাভেল মিয়া: সারাদেশে শীত পড়তে শুরু করেছে।কুড়িগ্রামেও বইছে শীতের আমেজ। সেই সঙ্গে বিভিন্ন ফুটপাতে ব্যবসায়ীরা গরম কাপড় বিক্রি শুরু করেছেন। শীত এখনো পুরোমাত্রায় আসেনি। তারপরও দিনের বেলা রোদের উত্তাপ শেষে সন্ধ্যা নামতেই বদলে যাচ্ছে তাপমাত্রা। ভোরের কুয়াশা শীতের আবহ ছড়িয়ে দিচ্ছে প্রতিদিন। রোদের সঙ্গে পালস্না দিয়ে শীত এখনো পেরে না উঠলেও এরই মধ্যে কদর বাড়তে শুরু করেছে গরম কাপড়ের।

দাম, মান আর দোকানভেদে বিভিন্ন ধরনের গরম কাপড় পাওয়া যাচ্ছে দোকানগুলোতে। বিশেষ করে ফুটপাতের ভাসমান দোকানগুলোতে এসব কাপড় বিক্রি হচ্ছে খুব বেশি। উলের তৈরি সোয়েটার, চাদরের সঙ্গে এসেছে বেস্নজার, ছোটদের গরম কাপরের সেট, টুপিসহ আরও অনেক ধরনের পোশাক।

গরমের পোশাক টি-শার্ট, হাফ শার্ট বা হালকা পাতলা কাপড়ের বদলে এখন ভারী ও শীত-প্রতিরোধী কাপড় উঠছে দোকানগুলোতে। কুড়িগ্রামে প্রায় সব কাপড়ের দোকানেই এসেছে ফুল হাতা টি-শার্ট, হুডি, শীতের টুপি, জ্যাকেট, ডেনিম শার্ট, ডেনিম সোয়েটার, মাফলার ইত্যাদি। বাজারে পাওয়া যাচ্ছে কাপড়ের তৈরি জুতা, ঘরে পরার উলের জুতা ও কম্বল। এসব পোশাকের দামও রয়েছে ক্রেতার সাধ্যের মধ্যে।

শুক্রবার কুড়িগ্রাম সদর, ফুলবাড়ী উপজেলার খড়িবাড়ী বাজার সহ জেলার বিভিন্ন মার্কেট ও ফুটপাত ঘুরে দেখা গেছে শীতের কাপড়ের চাহিদা বাড়ছে।

এসব এলাকার মধ্যে সবচেয়ে বেশি ক্রেতার সমাগম হচ্ছে ফুটপাতে। ফুটপাতে ছোটদের পোশাকের চাহিদাই বেশি চোখে পড়ছে। সেই সঙ্গে বিক্রি হচ্ছে বড়দের পোশাকও।

ফুটপাতে সর্বনিম্ন ৫০ থেকে সর্বোচ্চ ৫০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে হরেক রকমের গরম পোশাক। যার মধ্যে রয়েছে শিশুদের জিন্সের ফ্রক, স্কার্ট, উলের পোশাক, বেবি কিপার, রেকসিনের জ্যাকেট, ওভারকোট, কার্ডিগান, মাফলার ও নতুন ডিজাইনের কানটুপি। এসব পোশাক দোকানগুলোতে পাওয়া যাচ্ছে।

এছাড়া বাজারে এসেছে বিভিন্ন ধরনের কম্বল। নানা ডিজাইনের এসব কম্বল পাওয়া যাচ্ছে ২৫০ থেকে দুই হাজার টাকার মধ্যে। তবে এক্সপোর্ট কম্বলের দাম চাওয়া হচ্ছে পাঁচ হাজার থেকে আট হাজার টাকার মধ্যে। দোকানে গুলোতে ক্রেতার আগ্রহ ছিল চোখে পড়ার মতো।

ফুলবাড়ী উপজেলার ক্রেতা আইনুল ইসলাম বলেন, এখন পর্যন্ত গরম কাপড়ের দাম কম থাকায় বেশকিছু কাপড় কিনেছেন।

খড়িবাড়ী বাজার তাহের প্লাজা মার্কেটের বিক্রেতা শাহানু মিয়া বলেন, ওই বাজারে গরম কাপড়ের বিক্রি আগে থেকেই শুরু হয়েছে। শীত বেশি হলে কাপড়ের দাম আরও বেড়ে যাবে বলে জানান তিনি।

নাগেশ্বরী বাজারের ফুটপাত ব্যবসায়ী বলেন, এখন পর্যন্ত শীতের কাপড় বিক্রি বেশ ভালো। ছোটদের পোশাকের পাশাপাশি দাম কম হওয়ায় এখন কম্বল বিক্রি আগের তুলনায় বেড়েছে তবে এখন হালকা কম্বল কিনছেন ক্রেতারা। শীত বেশি হলে ভারী কম্বলের চাহিদা যেমন বাড়বে তেমনি দামও বাড়বে বলে জানান ব্যবসায়ীরা

Previous articleকলাপাড়ায় মানসিক রোগী ও বুদ্ধি প্রতিবন্ধী ব্যক্তির স্বজনদের সন্ধান চাই
Next articleতেলের মূল্য নির্ধারণের ‘গুরুতর পরিণতির’ ব্যাপারে সতর্ক করেছেন পুতিন
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।