বাংলাদেশ প্রতিবেদক: পটুয়াখালীর কলাপাড়ায় মানসিক রোগী ও বুদ্ধি প্রতিবন্ধী এক ব্যাক্তির সন্ধান পাওয়া গেছে।
শুক্রবার সকালে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের শেখকামাল সেতু সংলগ্ন সলিমপুর বাজারে তাকে ঘোরাফেরা করতে দেখাগেছে।

তারসাথে একান্তে কথাবলে জানাযায়, ওনার বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপা থানার চিকনিকান্দী ইউনিয়নের গজালিয়াগ্রামে। ওই ব্যাক্তির নাম মোঃ ফারুক হোসেন ডাকুয়া,বাবার নাম মোঃ আবুল হোসেন ডাকুয়া বলে জানান। তিনি আরও বলেন তার ১০/১১ বছরের একটি ছেলে সন্তান রয়েছে তার নাম হিরন এবং ওনার স্ত্রীর নাম খালেদা।

তিনি দীর্ঘ কয়েক দিন যাবত কলাপাড়া পৌরশহর সহ আশপাশের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছেন বলে অনেকে জানিয়েছেন। উল্লেখ্য উনি একজায়গায় স্থীর না থেকে কলাপাড়া বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। তবে তিনি কখন কোথায় যান এটার খোজরাখা সম্ভব নয়।

Previous articleসাপাহারে ট্রলির চাকায় পিষ্ট হয়ে এক শিশুর মৃত্যু
Next articleশীতের আগমনে কদর বাড়ছে গরম কাপড়ের
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।