শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাদিনাজপুরে ২ সহোদরের বস্তাবন্দী লাশ উদ্ধার

দিনাজপুরে ২ সহোদরের বস্তাবন্দী লাশ উদ্ধার

বাংলাদেশ প্রতিবেদক: দিনাজপুরের বিরল উপজেলার ভাবনীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক পরিত্যক্ত ভবন থেকে বস্তাবন্দী দুই সহোদরের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে বিদ্যালয়ের ওই পরিত্যক্ত ঘর থেকে তাদের বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়।

নিহত দুই সহোদর রিপন (৭) ও ইমরান (৩)। তারা বিরল পৌর সভার শংকরপুর এলাকার শরিফুল ইসলামের ছেলে।

শিশুদের দাদা রফিকুল ইসলাম জানান, ‘গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে তারা নিখোঁজ। রাতভর বিভিন্ন স্থানে খোঁজা হলেও কোনো সন্ধান পাওয়া যায়নি। সকালে শিশুদের বাবা শরিফুল ইসলাম বাড়িতে ফোন করে জানায়, তারা ভবানীপুর স্কুলে আছে। সেখান থেকে নিয়ে আনতে হবে। এ কথা বলেই সে ফোন বন্ধ কেটে দেয়। এরপর থেকে আর তার সাথে যোগাযোগ করা যাচ্ছে না।’

সংশ্লিষ্ট সূত্রে আরো জানা যায়, ফোন পাওয়ার পর শিশুদের দাদা-দাদীসহ স্বজনরা ভাবনীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটে যান। সেখানে অনেক খোঁজাখুঁজির পরও তাদের পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে বিদ্যালয়ের পরিত্যক্ত এক ভবনে কয়েকটি বস্তা পড়ে থাকতে দেখা যায়। একটি বস্তা খুলতেই দুই শিশুর লাশ বেরিয়ে আসে। ধারণা করা হচ্ছে- শিশুদের বাবাই তাদের হত্যা করে পালিয়ে যায়।

বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল হাসান রেজা জানান, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করি। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হবে।’

তিনি আরো বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিষপ্রয়োগে তাদের হত্যা করা হয়েছে। বিস্তারিত আরো পরে জানা যাবে।’

স্থানীয় পৌর কাউন্সিলর চন্দ্র কান্ত ও সেলিনা আক্তার শেলী জানান, ‘শিশুদের মা-বাবার মাঝে দাম্পত্য কলহ চলছিল। ক’দিন আগেই তা আমরা জানতে পারি। ইতোমধ্যে তাদের মা উম্মে কুলসুম অন্যত্র বিয়ে করে ঢাকা চলে গেছে। এরপর থেকে দাদা-দাদীর কাছেই ছিল শিশু দুটি।’

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments