সোমবার, ডিসেম্বর ২, ২০২৪
Homeসারাবাংলালাকসামে ইউপি চেয়ারম্যান প্রার্থীসহ ৭৩ জনের মনোনয়নপত্র জমা

লাকসামে ইউপি চেয়ারম্যান প্রার্থীসহ ৭৩ জনের মনোনয়নপত্র জমা

রবিউল হোসাইন সবুজ: কুমিল্লার লাকসাম উপজেলার তিনটি ইউনিয়নে মেয়াদপূর্ণ হওয়ায় ২৯ ডিসেম্বর ইউপি পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী বৃহস্পতিবার (১ ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল।

মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে তিনটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯টি, সাধারণ সদস্য পদে ৫০টি এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪টি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ‍্যে তিনটি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ প্রার্থী ৩ জন এবং স্বতন্ত্র প্রার্থী ৬ জন মনোনয়নপত্র দাখিল করেন। এই তথ‍্য নিশ্চিত করে উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার রাজিবুল করিম জানান, লাকসাম উপজেলার বাকই দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিতে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোঃ আবদুল আউয়াল, স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন, আশিকুর রহমান, জহিরুল ইসলাম, মোঃ বদরুল হাসান মজুমদার মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়াও সাধারণ সদস্য পদে ১ নম্বর ওয়ার্ডে আবু তাহের, বাচ্চু মিয়া, শাহ আলম। ২ নম্বর ওয়ার্ডে দেলোয়ার, নাছির উদ্দিন, মিজানুর রহমান। ৩ নম্বর ওয়ার্ডে মোঃ জামাল, আমিন উল্যা। ৪ নম্বর ওয়ার্ডে আবুল হোসেন। ৫ নম্বর ওয়ার্ডে বশির আহমেদ, আবুল কালাম। ৬ নম্বর ওয়ার্ডে মোঃ জহিরুল হক বাবুল। ৭ নম্বর ওয়ার্ডে আমিনুল ইসলাম, মোতালেব হোসেন ইউছুফ, মোঃ মোকতার হোসাইন। ৮ নম্বর ওয়ার্ডে মোঃ ওয়ালি উল্ল‍্যাহ। ৯ নম্বর ওয়ার্ডে রফিকুল ইসলাম, মোঃ রাইসুল আরেফিন, সুজন সিংহ ও সংরক্ষিত মহিলা সদস‍্য পদে ১ নম্বর ওয়ার্ডে জাহানারা বেগম। ২ নম্বর ওয়ার্ডে পেয়ারা বেগম, সালমা আক্তার। ৩ নম্বর ওয়ার্ডে জ‍্যোতি রানী সিংহ, প্রনতি রানী সিংহ মনোনয়নপত্র দাখিল করেন।

মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিতে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোঃ শাহীদুল ইসলাম (শাহীন), স্বতন্ত্র প্রার্থী শাহ আলম মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়াও সাধারণ সদস‍্য পদে ১ নম্বর ওয়ার্ডে মোঃ কাজী জহিরুল ইসলাম, ফজলুল হক মজুমদার। ২ নম্বর ওয়ার্ডে শাহজাহান। ৩ নম্বর ওয়ার্ডে মিজানুর রহমান মজুমদার। ৪ নম্বর ওয়ার্ডে মোঃ এমরান হোসেন মজুমদার। ৫ নম্বর ওয়ার্ডে শাহ আলম, মোঃ জয়নাল আবেদীন। ৬ নম্বর ওয়ার্ডে মোঃ জসিম উদ্দিন পাটোয়ারী। ৭ নম্বর ওয়ার্ডে মোঃ নুরুল ইসলাম। ৮ নম্বর ওয়ার্ডে মোঃ মিজানুর রহমান, মেহেদী হোসেন মমিন। ৯ নম্বর ওয়ার্ডে মোঃ মোশারফ হোসেন ও সংরক্ষিত মহিলা সদস‍্য পদে ১ নম্বর ওয়ার্ডে সামীমা আক্তার। ২ নম্বর ওয়ার্ডে শাহীন বেগম। ৩ নম্বর ওয়ার্ডে সৈয়দা জাকিয়া আক্তার মনোনয়নপত্র দাখিল করেন এবং মুদাফরগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিতে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবদুর রশিদ, স্বতন্ত্র প্রার্থী মোঃ ফারুক হায়দার মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়াও সাধারণ সদস‍্য পদে ১ নম্বর ওয়ার্ডে মোঃ আহছান উল্লা, জাহাঙ্গীর আলম, নয়ন চন্দ্র ভৌমিক। ২ নম্বর ওয়ার্ডে মোঃ চাঁন মিয়া, মোঃ হেদায়েত উল্ল‍্যা। ৩ নম্বর ওয়ার্ডে মোঃ ফয়জুল আলম মিয়াজী। ৪ নম্বর ওয়ার্ডে নুরে আলম, আনোয়ার হোসেন, মোঃ আমিনুল হক মজুমদার, ৫ নম্বর ওয়ার্ডে মোঃ আবুল হোসেন, মোঃ সিরাজুল ইসলাম মজুমদার। ৬ নম্বর ওয়ার্ডে মোঃ ইউনুছ মিয়া। ৭ নম্বর ওয়ার্ডে ছফি উল‍্যা ভূঁইয়া, সোলেমান। ৮ নম্বর ওয়ার্ডে আবুল কাশেম, মোঃ সাজ্জাদ হোসেন, শহিদ উল‍্যা। ৯ নম্বর ওয়ার্ডে মোঃ শাহজালাল, মোঃ নুরে আলম। সংরক্ষিত মহিলা সদস‍্য পদে ১ নম্বর ওয়ার্ডে নাসরিন আক্তার, সম্পা রানী দাস। ২ নম্বর ওয়ার্ডে তাসলিমা বেগম, পারভীন আক্তার। ৩ নম্বর ওয়ার্ডে ইয়াছমিন বেগম, পারভীন বেগম মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী ৩ ডিসেম্বর (শনিবার) প্রার্থীতা যাচাইবাছাই অনুষ্ঠিত হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments