শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসাহিত্যকবিতাপ্রথম দেখার দিনের সংলাপ - গোলাম কবির

প্রথম দেখার দিনের সংলাপ – গোলাম কবির

প্রথম দেখার দিনের সংলাপ 
।। গোলাম কবির।।

ওরা বেশকিছু দিন ধরেই ফেসবুকে
পরিচয়ের সূত্রে কথা বলতো ইনবক্সেই,
তারপর একদিন ওদের ইচ্ছে হলো দেখা করার।
প্রথম দেখার সেইদিনই ছেলেটা
মেয়েটাকে বললো, ” তোমার চোখ
দুটো এতো সুন্দর কেনো? ”
মেয়েটা সলাজ হেসে বললো,
” তোমার হৃদয়ে বাসা বাঁধবো বলে। ”
ছেলেটা আবার মেয়েটাকে জিজ্ঞাসা করলো,
” এতো গভীর কেনো তোমার
চোখের দৃষ্টি সাগরের গভীর জলের মতো? ”
সে বললো মুচকি হেসে, “তোমাকে
ভালোবাসায় ডুবিয়ে রাখবো বলে। ”
ছেলেটা এবার একটু নড়েচড়ে বসলো
ঘাসের ওপর, মেয়েটার কথা শুনে
অবাক চোখে ওর দিকে তাকিয়ে বললো ,
” তাহলে বলো তো, ” তোমার চুল গুলো
এতো ঘন কালো আকাশভরা
মেঘের মতো কেনো ? ”
ও এবার নির্দ্বিধায় বললো,
” তোমার সাথে মেঘ হয়ে দুরন্তপনা করে
বৃষ্টি হয়ে নামবো নরম মাটির বুকে
আর আছড়ে পড়বো সাগরের জলের
সাথে মিশে গিয়ে তোমার বুকে, তাই! ”
তারপর আস্তে আস্তে সন্ধ্যা নেমে এলো,
লজ্জায় হেলে পড়া রক্তকরবী রঙের
সূর্যটাও ডুবে গেল পশ্চিমে! তারপর?
ওরা যে যার মতো নিজেদের গৃহে ফিরে
গেলো চোখে নিয়ে একসমুদ্র জল
এবং গভীর ভালোবাসার অনন্ত তৃষ্ণা।

( কবিতাটি কল্পনায় দেখা সেই ছেলে এবং মেয়েটিকেই উৎসর্গ করলাম।)

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES

  “বাঁচার রসদ “

শরৎ সন্ধ্যা

- Advertisment -

Most Popular

Recent Comments