মাসুদ রানা রাব্বানী: রাজশাহী মহানগরীতে বিপুল পরিমান গাঁজা-সহ উজ্জল আলী (২৬) নামের এক কুখ্যাত মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

গ্রেফতার মাদক কারবারি উজ্জল আলী মহানগরীর মতিহার থানার ডাসমারী এলাকার বাসিন্দা।
রবিবার (৪ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন, র‌্যাব-৫, রাজশাহী মোল্লা ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহেদুল ইসলাম।

তিনি জানান, শনিবার সন্ধায় গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, মহানগরীর মতিহার থানার ডাসমারী এলাকায় এক ব্যক্তি মাদকসহ খদ্দেরের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ২কেজি গাঁজাসহ উজ্জল আলী নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে গাঁজাগুলি নিজের বলে স্বিকার করে সে।
এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারি উজ্জলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
রবিবার সকালে তাকে মতিহার থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্ত।

Previous articleরাজশাহীতে বিপুল পরিমান ফেনসিডিলসহ ডিবির জালে মাদক কারবারি আটক
Next articleরমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে: বাণিজ্যমন্ত্রী
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।