সোমবার, অক্টোবর ১৪, ২০২৪
Homeসারাবাংলারাজশাহীতে বিপুল পরিমান ফেনসিডিলসহ ডিবির জালে মাদক কারবারি আটক

রাজশাহীতে বিপুল পরিমান ফেনসিডিলসহ ডিবির জালে মাদক কারবারি আটক

মাসুদ রানা রাব্বানী: রাজশাহীর বাঘায় বিপুল পরিমান ফেনসিডিল-সহ মোঃ আবুল হোসেন (৩৭) নামের এক মাদক কারবারি গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতার মাদক কারবারি মোঃ আবুল হোসেন বাঘা থানাধিন দক্ষিন মিলিক গ্রামের মোঃ মতিউর রহমানের ছেলে।
বরিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (সদর), মোঃ ইফতেখায়ের আলম।

তিনি জানান, শনিবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় গোপন তথ্যের ভিত্তিতে জেলা ডিবি পুলিশ জানতে পরে, বাঘা থানাধীন পুরাতন বাসটার্মিনালের একটি কাউন্টারের প্লাস্টিকের ক্যারেটের মধ্যে বিশেষ কায়দায় ফেনসিডিল নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাবে। এমন তথ্যের ভিত্তিতে ঈগল বাস কাউন্টারের ভিতরে অভিযান চালিয়ে ১১০ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিলসহ মাদক কারবারি আবুল হোসেনকে গ্রেফতার করে ডিবি এসআই মোঃ ইনামুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স।

জিজ্ঞাসাবাদে সে স্বিকার করে, জব্দকৃত ফেনসিডিলগুলি তার। সে আরও জানায়, একই কায়দায় দির্ঘদিন যাবত রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় ফেনসিডিল সরবরাহ করে আসছে।

এ ব্যপারে গ্রেফতার মাদকারবারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রবিবার সকালে তাকে বাঘা থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান জেলা পুলিশের এই মুখপাত্র।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments