বৃহস্পতিবার, অক্টোবর ৩, ২০২৪
Homeসারাবাংলাপাঁচবিবিতে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন

পাঁচবিবিতে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন

প্রদীপ অধিকারী:  জয়পুরহাটের পাঁচবিবিতে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। পাঁচবিবি উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২৩ জানুয়ারী) সকাল ১১টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত উক্ত প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি জয়পুরহাট-১ আসনেন সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু।

পাঁচবিবি পৌরসভার সার্বিক সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরমান হোসেন।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমানের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কুসুম্বা ইউপি চেয়ারম্যান মোঃ জিহাদ মন্ডল, পৌরসভার প্যানেল মেয়র নুর হোসেন, পাঁচবিবি থানার ওসি তদন্ত হাবিবুর রহমান হাবিব, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের সাবেক কমান্ডার মিছির উদ্দিন মন্ডল, বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব। উপস্থিত ছিলেন আয়মারসুলপুর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মিল্টন, মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম পিন্টু, আটাপুর ইউপি চেয়ারম্যান আসম সামছুল আরেফিন চৌধুরী আবু, আওলাই ইউপি চেয়ারম্যান একরামুল হক চৌধুরী তৌহিদসহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ।

পৌরসভা ও ৮টি ইউনিয়নের নির্বাচিত স্কুল মাদ্রাসার ছাত্র/ছাত্রীদের নিয়ে এই অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে প্রধান অতিথি বিজয়ীদের মেডেল ও সনদপত্র তুলে দেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments