মোঃ জালাল উদ্দিন: এইচএসসি ও সমমানের ফলাফল প্রকাশিত হয়েছে আজ। এতে জিপিএ-৫ পেয়েছেন শ্রীমঙ্গলের এম সামিউর রেজা।

জানা যায়, সামিউর মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বাসিন্দা। তিনি সিলেটের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন। এর আগে তিনি এসএসসি ও জেএসসি পরীক্ষাতে জিপিএ-৫ পেয়েছেন।

আরো জানা যায়, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক এম এ রকিব ও গৃহিণী সেলিনা সুলতানার একমাত্র ছেলে সামিউর রেজা। রেজা তার আত্মীয় স্বজনসহ দেশ বিদেশের সবার কাছে দোয়া চেয়েছেন যাতে তিনি মানুষের মতো মানুষ হয়ে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেন।

আরও পড়ুন  টেকনাফে অস্ত্র ও ইয়াবা নিয়ে শীর্ষ সন্ত্রাসী ডাকাত সলিমসহ গ্রেপ্তার ৩
Previous articleতুরস্কে ভূমিকম্প : ছোট্ট ভাইকে মমতায় আঁকড়ে রাখল ৭ বছরের বোন
Next articleচালু হচ্ছে ঈশ্বরদী-রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রেললাইন প্রকল্প
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।