বিমল কুন্ডু: সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার দ্বারিয়াপুর মহল্লায় বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজিম বিশ্বাস সড়কের নামফলক উন্মোচন করা হয়েছে। আজ ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে ওই সড়কের নামফলক উন্মোচন করেন পৌরসভার মেয়র মনির আক্তার খান তরু লোদী। পৌরসভার দ্বারিয়াপুর মহল্লার মুরগী পট্টি থেকে লোদীপাড়া মোড় পর্যন্ত সড়কটি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজিম বিশ্বাস সড়ক হিসেবে নামকরন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সাবেক মেয়র নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান লিয়াকত আলি, পৌর কাউন্সিলর আব্দুর রউফ সহ সকল কাউন্সিলর, বীর মুক্তিযোদ্ধা বিনয় কুমার পাল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবে ওয়াহিদ শেখ কাজল, রাজিব শেখ, আনু লোদী, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমিরুল ইসলাম শাহু, বনিক সমিতির সাধারন সম্পাদক রবিন আকন্দ, যুবলীগ আহবায়ক আশিকুল হক দিনার, ছাত্রলীগ সাধারণ সম্পাদক শেখ রাসেল সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। মেয়র মনির আক্তার খান তরু লোদী বলেন, পৌরসভার সকল গুরুত্বপূর্ণ সড়ক বীর মুক্তিযোদ্ধাদের নামে নামকরন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় আজ বীর মুক্তিযোদ্ধা আজিম বিশ্বাস সড়কের উদ্বোধন করা হলো।

অন্যদিকে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজিম বিশ্বাস তার নামে সড়ক উদ্বোধন করায় পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুন  পাঁচবিবিতে তীব্র তাপদাহে ক্লান্ত পথচারী ও ব্যবসায়ীদের মাঝে শরবত বিতরন
Previous articleরাজশাহীতে স্কুলছাত্রীকে ধর্ষণকারী লিটনের ফাঁসির দাবিকে এলাকাবাসী ও ছাত্র-ছাত্রীদের মানববন্ধন
Next articleরংপুরে পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার ৮১তম জন্মবার্ষিকী পালন
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।