বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলারংপুরে পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার ৮১তম জন্মবার্ষিকী পালন

রংপুরে পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার ৮১তম জন্মবার্ষিকী পালন

জয়নাল আবেদীন: প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগ প্রধান প্রয়াত বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম ওয়াজেদ মিয়ার ৮১তম জন্মবার্ষিকী রংপুরে বিভিন্ন সংগঠন পৃথক পৃথক ভাবে পালন করেছে । বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এ যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী প্রয়াত ড. এম এ ওয়াজেদ মিয়ার জন্মবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ফতেহপুরে ড. ওয়াজেদ মিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ। এসময় শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা ও ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ। শ্রদ্ধা অর্পণ শেষে ড. এম এ ওয়াজেদ মিয়ার সমাধিতে ফাতেহা পাঠ ও মোনাজাত করা হয়।এছাড়াও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, অফিসার্স অ্যাসোসিয়েশন, ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইনস্টিটিউট ড. ওয়াজেদ মিয়ার সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোঃ গোলাম রব্বানী, রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এ. কে. এম ছায়াদত হোসেন বকুল, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এ.টি.জি.এম গোলাম ফিরোজ, সাধারণ সম্পাদক তাপস কুমার গোস্বামী, বেরোবি শাখা ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শামীমসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এদিকে ড. এম এ ওয়াজেদ মিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর জেলা শাখার আহ্বায় এ কে এম ছায়াদত হোসেন বকুল , রংপুর পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, পীরগঞ্জ উপজেলা আওয়ামীগের সভাপতি রাজা বিএসসি,ডি সার্কেল কামরুজ্জামান,উপজেলা প্রশাসক বিরোধা রানী রায়, অফিসার ইনচার্জ জাকির হোসেন পীরগঞ্জ থানা , উপজেলা চেযারম্যান নূর মোহাম্মদ মন্ডল, পৌর মেয়র তাজীমুল ইসলাম শামীম সহ বাংলাদেশ আওয়ামী লীগ, পৌর আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠন নেতাকর্মীগণ এসময় উপস্হিত ছিলেন।এছাড়াও দুপুরে ড. এম এ ওয়াজেদ মিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ওয়াজেদ মিয়া স্মতি সংসদ দোয়া এবং আলোচনাসভার আয়োজন করে ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments