জয়নাল আবেদীন: আর্তমানবতার সংগঠন রংপুর লায়ন্স ক্লাবের উদ্যোগে আমেরিকা প্রবাসী লায়ন আসিফ বারী টুটুলকে সংবর্ধনা প্রদান করা হয়েছে ।গতকাল রাতে রংপুর জিএলরায় রোডস্থ ক্লাব কার্যালয়ে নিউইয়র্ক লায়ন্স ক্লাব ইন্টান্যোশনাল জেলা- ২০. আর- ২ জোন চেয়ারম্যান লায়ন আসিফ বারী টুটুলকে ফুল ও সম্মননা স্মারক দিয়ে সংবর্ধনা জানান লায়ন মোঃ এনামুল হক সোহেল সহ সকল ক্লাব সদস্যবৃন্দ।
রংপুর লায়ন্স ক্লাবের ১ম ভাইস প্রেসিডেন্ট লায়ন আজাহারুল হক দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে রংপুর লায়ন্স ক্লাবের বিগতদিনে সার্বিক কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা লায়ন আখতারুজ্জামান, লায়ন মোঃ এনামুল হক সোহেল, লায়ন মোঃ হাসান মাহবুব আখতার লোটন, লায়ন মোঃ আল হেলাল, লায়ন নাসরিন হক ববি, লায়ন আহসানুল হক মিলান, লায়ন মনজিল মুরাদ লাভলু, লায়ন সঞ্জিত কুমার সরকার দুরন্ত, লায়ন ফারহান হাসান বিথী, লায়ন দেলওয়ার হোসেন রিপন, লায়ন মানিক হোসেন সহ অন্যান ক্লাব সদস্যগন। এসময় আমেরিকা প্রবাসী লায়ন বারী রংপুর লায়ন্স ক্লাবের বিভিন্ন প্রকল্পের সঙ্গে নিজেকে সম্পৃক্ত হওয়ার কথা জানান । সভায় বক্তারা লায়নিজামের নানান দিক সম্পর্কে এবং লায়ন্স ক্লাব অব রংপুরের আরো কিছু প্রজেক্ট করার বিষয়ে আলোচনা করেন।