মিজানুর রহমান বুলেট: দীর্ঘ এক মাস পর প্রাণ ফিরে পেয়েছে সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকতের সকল দর্শনীয় স্পটগুলো। ঈদের ছুটিকে ঘিরে সূর্যোদয়-সূর্যাস্তের বেলাভূমি সাগরকণ্যা কুয়াকাটা সৈকতে পর্যটকদের ঢল নেমেছে। সমুদ্রের ঢেউয়ের তালে নেচে গেয়ে উল্লাসে মেতে ওঠে নানা বয়সের আগত হাজারো পর্যটক। রোদ ও মেঘের প্রকৃতিতে সমুদ্রের পানিতে গা ভাসিয়ে ভ্যাপসা গরমে একটু প্রশান্তির পরশ নিচ্ছে পর্যটকরা।
কুয়াকাটা সৈকত ঘুরে দেখা গেছে, এবারের ঈদ আনন্দ উপভোগ করতে বিভিন্ন বয়সের অসংখ্য পর্যটক ও দর্শনার্থীরা কেউ এসেছেন পরিবার পরিজন নিয়ে। আবার কেউবা এসেছে প্রিয়জনকে নিয়ে। আবার অনেকে এসেছে বন্ধু বান্ধব নিয়ে কুয়াকাটায় ঈদের আনন্দ উপভোগ করতে। আগত এসব পর্যটকরা সমুদ্রে গোসল, হৈহুল্লোর, খেলাধুলা আর সৈকতের বালিয়াড়িতে গা ভাসিয়ে উম্মাদনায় মেতে ওঠে। সমুদ্রের বালু দিয়ে পিরামিড তৈরি সহ নিজেদের বন্দী করছেন ক্যামেরার ফ্রেমে।
ঈদের প্রথম দিন পর্যটকদের আগমন কম থাকলেও ঈদের দ্বিতীয় দিন থেকে চতুর্থ দিন পর্যন্ত অসংখ্য পর্যটকের আগমন ঘটে সমুদ্র সৈকতে। সমুদ্র দর্শনের পাশাপাশি রাখাইন পল্লী, রাখাইন মার্কেট, শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার, মিশ্রিপাড়া সীমা বৌদ্ধ মন্দির, ঝাউবাগান, গঙ্গামতির লেক, লাল কাকড়ার চর, লেম্বুর বন, আন্ধার মানিক নদী মোহনা, ফাতরার বন সহ দর্শনীয় স্পটগুলো ঘুরে বেড়াচ্ছেন ভ্রমণে আসা এসব পর্যটকরা। অনেকে সমুদ্রে ওয়াটার বাইক রাইডিং, স্পীড বোটে উত্তাল সমুদ্রে ঘুরে বেড়িয়েছেন। আবাসিক হোটেল মোটেল রিসোর্ট গুলো আশাতীত বুকিং হয়েছে। ঝিনুক মার্কেট খাবার হোটেল সহ পর্যটন নির্ভর ব্যবসা প্রতিষ্ঠান গুলোতে বেচাকেনার ধুম পরে গেছে। হাসি ফুটে উঠেছে ব্যবসায়িদের মুখে।
বরিশাল থেকে আগত পর্যটক নাজমা ইয়াসমিন জুই জানান, দক্ষিণাঞ্চলের খুব কাছের পর্যটন স্পষ্ট কুয়াকাটা। কক্সবাজারের চেয়ে আমাদের কুয়াকাটা ভ্রমণ খুব সহজ হয়। এখানে থাকা খাওয়ার খরচ কম। এখানকার প্রকৃতি ও পরিবেশ খুবই ভালো। তাই পরিবার পরিজন নিয়ে বার বার কুয়াকাটায় ছুটে আসি আমরা।
ঢাকা থেকে আগত পর্যটক সাইদ নোমানী জানান, ঈদের ছুটিতে পরিবার নিয়ে তিনি কুয়াকাটা এসেছেন। এখানকার সবুজ অরণ্য এবং সমুদ্র সবসময় আকর্ষণ আমাকে মুগ্ধ করে।
আবাসিক হোটেল সৈকতের মালিক জিয়াউর রহমান জানান, ঈদের দিন থেকে তার হোটেলের সবগুলো কক্ষ আগাম বুকিং রয়েছে।
হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ জানান, আবাসিক হোটেল মোটেল রিসোর্ট গুলোতে আশাতীত বুকিং রয়েছে। তবে অবকাঠামোগত উন্নয়ন হওয়ায় এখন কোন পর্যটক কে রুম সংকটে ভুক্তে হয় না।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিওনের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবুল কালাম আজাদ বলেন, রমজানের পর পর্যটকদের ভীড়কে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী। দর্শনীয় স্পটগুলোতে ভ্রাম্যমাণ টিম কাজ করছে।
মেয়র আনোয়ার হাওলাদার বলেন, আমরা কুয়াকাটা পৌরবাসী সার্বক্ষণিক পর্যটকের সেবায় নিয়োজিত আছি, আমি চাই আরো পর্যটক এখানে আসুক।এ এলাকার সকল ব্যবসায়ীর মুখে হাসি ফুটেছে। এ হাসি পদ্মা সেতুর হাসি। পদ্মা সেতু আমাদের দক্ষিণাঞ্চলের ভাগ্য খুলে দিয়েছে।