বৃহস্পতিবার, মে ২, ২০২৪
Homeসারাবাংলাফের নগরীর শহীদ মিনারে দূর্বৃত্তদের হামলা, আহত ৩ যুবক

ফের নগরীর শহীদ মিনারে দূর্বৃত্তদের হামলা, আহত ৩ যুবক

মাসুদ রানা রাব্বানী: ফের রাজশাহী মহানগরীর তালাইমারী শহীদ মিনারে দূর্বৃত্ততের হামলায় তিন যুবক আহত হয়েছেন। সোমবার দুপুর ১২টার দিকে এ হামলার ঘটনা ঘটে। হামলায় শিকার আহতরা হলেন, সাদ্দাম (৩৫) আলম (৪০), সজল (২৮) ইমরান (১৮)। তারা প্রত্যেকেই নগরীর বোয়ালিয়া থানার তালাইমারী শহীদ মিনার এলাকার পদ্মা পড়ের বাসিন্দা।

শহীদ মিনার এলাকার আশিকের স্ত্রী ভুক্তভোগী সুমানা জানায়, সোমবার দুপুর ১২টার দিকে কেদুর মোড় পদ্মা পাড়ের বাসিন্দা সুদ কারবারি রনির বাহিনীর দূর্বৃত্ত জনৈক সজল ও রুবেল-সহ একদল দূর্বৃত্তরা শহীদ মিনার এলাকায় হামলা চালায়। এ সময় তারা রড, জিআই পাইপ, রড ও হাসুয়া দ্বারা এক যুবক ও ৩জন ব্যক্তিদের এলো পাথাড়ী মারধর করে। এতে তারা রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে ভর্তি করেন।

এর আগে, গত শুক্রবার (১৯ মে) রাত ৯টার দিকে সুদকারবারী রনি বাহিনীর হামলায় শিশু, নারী পুরুষ-সহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় একাধীক বাড়ি ঘর, দোকানপাট, ক্লাবঘর ভাংচুর চালায় হামলাকারীরা। একই সময় হামলা করতে আসা ৬জন যুবক আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। হামলায় আহতরা হলেন: নগরীর বোয়ালিয়া থানার তালাইমারী শহীদ পদ্মানদীর ধার এলাকার বাসিন্দা কেয়া শিখা (৪৫), সুমানা (২৯), (৩৩), জোছনা (৩৫) আরজু (৩২), বাঁধন (১১) অনিক (২৭), বাদশা (৪৫), টুটুল (৫২), আশিক (২৪)। হামলা করতে গিয়ে আহতরা হলেন, জাহিদ ইসলাম (১৩), মেহেদী হাসান মুন্না (১৯), রতন (১৯), নুরে আলম (১৮), শান্ত (১৬) নাাইম (২২)। স্থানীয়দের দাবি, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কেদুর মোড় পদ্মা পাড়ের বাসিন্দা সুদ কারবারি রনি তার বাহিনী নিয়ে একই থানার শহীদ মিনার এলাকায় হামলা চালিয়ে ভাংচুর ও মারধরের ঘটনা ঘটায়।

একাধীক স্থানীয়দের দাবি, নিজের প্রভাব বিস্তার করতেই সুদ কারবারি রনি এই হামলার ঘটনা ঘটিয়েছে। জানতে চাইলে বোয়ালিয়া মডের থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহরাওয়ার্দী হোসে জানান, গত (১৯ মে) সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের লোকজন বাদী হয়ে থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছেন। সোমবার (২২ মে) ফের হামলার ঘটনা ঘটেছে শুনেছি। তিনি আরও বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধিদের আটকে আজ থেকে অভিযান চালানো হবে বলেও জানান ওসি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments