মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
Homeসারাবাংলাস্কুলছাত্র হত্যায় পাঁচজনের ফাঁসি

স্কুলছাত্র হত্যায় পাঁচজনের ফাঁসি

বাংলাদেশ প্রতিবেদক: কুমিল্লার হোমনায় স্কুলছাত্র আশিকুর রহমান আশিক হত্যা মামলায় পাঁচজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। রোববার দুপুরে কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। মামলার বাদী পক্ষের আইনজীবী রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, হোমনা উপজেলার আসাদপুরের মো. সুজন মিয়া (২৫), আল আমিন (৩০), সোহেল মিয়া (২৫), মো. শাহিন মিয়া ২৭ ও মো. সোহাগ মিয়া (২৮)।

একই রায়ে আকিমুল হক মধু ও আবদুর রহমান নামে দু’জনকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

মামলার বাদী পক্ষের আইনজীবী রফিকুল ইসলাম বলেন, ২০১২ সালে আশিকুর রহমান আশিক অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। ওই সময় প্রেম সংক্রান্ত বিরোধের জের ধরে তাকে বাড়ি থেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করে দণ্ডপ্রাপ্তরা। রায়ের সময় ফাঁসির দণ্ডপ্রাপ্ত সোহেল এবং বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত আকিমুল হক মধু ও আবদুর রহমান আদালতে উপস্থিত ছিলেন।

রায়ে সন্তোষ প্রকাশ করেছেন আশিকের বাবা মো. হারুন ভূইয়া। উচ্চ আদালতেও যেন এই রায় বহাল থাকে এবং রায় যেন দ্রুত কার্যকর করা হয় এ দাবি করেন তিনি।

কুমিল্লা আদালতের পরিদর্শক মুজিবুর রহমান বলেন, রায় ঘোষণার পর আসামিদের কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments