শুক্রবার, মে ৩, ২০২৪
Homeসারাবাংলাবিদ্যুৎখাতে দূর্নীতি ও লুটপাটের প্রতিবাদে রংপুরে বিএনপির অবস্থান কর্মসূচি

বিদ্যুৎখাতে দূর্নীতি ও লুটপাটের প্রতিবাদে রংপুরে বিএনপির অবস্থান কর্মসূচি

জয়নাল আবেদীন: সারাদেশে অসহনীয় লোডশেডিং, বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতি ও লুটপাটের প্রতিবাদে রংপুর বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি।

বৃহস্পতিবার দুপুরে নগরীর শাপলা চত্বরে জেলা বিএনপি’র আহবায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, সদস্য সচিব আনিছুর রহমান লাকু, জেলা যুবদল সভাপতি নাজমুল আলম নাজুসহ অন্যরা।

এ সময় বক্তারা বলেন, বিদ্যুৎ নিয়ে সরকার এতদিন জাতিকে অন্ধকারে রেখেছিল। তারা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে কোটি কোটি টাকা লুটপাট ও বিদেশে পাচার করেছে। এখন দেশে বিদ্যুৎ কেন্দ্র থাকলেও ডলারের ঘাটতির কারণে সরকার জ্বালানী আমদানী করতে পারছে না। অথচ সরকার জনগণের কাছে ঠিকই বিদ্যুতের বিল নিয়েছে। বিদ্যুৎ না থাকায় শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, অফিস-আদালত, হাট-বাজারে স্থবিরতা নেমে এসেছে। মানুষ হিট স্ট্রোকে মারা যাচ্ছে। অথচ সরকার এনিয়ে আশ্বাস দিয়ে চুপ করে বসে রয়েছে। জনগণের কাছে জবাবদিহিতা নেই এ সরকারের। তাই তত্ত¡াবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে দেশে সুশাসন ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধভাবে সকলকে আন্দোলন করতে হবে। পরে বিএনপি নেতাকর্মীরা শাপলা চত্ত¡রস্থ বিদ্যুৎ অফিসে স্বারকলিপি প্রদান করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments