রবিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৫
Homeসারাবাংলাকলাপাড়ায় কাঁচা মরিচের কেজি ৩০০ টাকা !

কলাপাড়ায় কাঁচা মরিচের কেজি ৩০০ টাকা !

মিজানুর রহমান বুলেট: পটুয়াখালীর কলাপাড়ায় ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। যা দু’দিন আগে বিক্রি হয়েছে ১৬০ টাকায়। কোন কারন ছাড়া হঠাৎ কাঁচা মরিচের দাম কেজিতে ১৪০ টাক বেড়ে যাওয়ায় অনেকের মাথায় হাত উঠেছে।

ক্রেতাদের অনেকের ধারনা, আসন্ন ঈদুল আয্হা উপলক্ষে কাঁচামাল আড়ৎদাররা সিন্ডিকেট করে এমন দাম বাড়িয়েছে। তবে বিক্রেতাদের দাবী মোকামে তাদের বেশী দামে কিনতে হয়েছে, এছাড়া হঠাৎ করে পরিবহন ভাড়া বেড়ে যাওয়ায় দাম বেড়েছে বলে তারা উল্লেখ করেন।

এ ব্যাপারে মো.শামীম নামের এক ক্রেতা জানান, বাজারে গেলে মাথা খারাপ হয়ে যায়, যে কাঁচা মরিচ দু’দিন আগে কেজি কিনেছি ১৬০ টাকায় ,দুদিনের ব্যবধানে বেড়ে দাঁড়িয়েছে ৩০০ টাকায় । প্রশাসনের উচিৎ বাজার মনিটরিং করা।

অপর এক ক্রেতা জাহিদুল জানান, এ যেন পাগলামি শুরু হয়েছে । আদা.কাঁচা মরিচ এখন আগের চেয়ে ডবল দামে বিক্রি হচ্ছে । মনে হয় মগের মুল্লুক।

বিক্রেতা সোবহান জানান, মোকামে বেশী দামে কিনতে হয়েছে, তাই বেশী দামে বিক্রি হচ্ছে ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments