রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪
Homeসারাবাংলাকুড়িগ্রামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

বাংলাদেশ পাভেল: কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। কয়েকটি নদ নদীর পানি সামান্য কমলেও এখনও ধরলা ও দুধকুমারের পানি বইছে বিপৎসীমার উপর দিয়ে। তিস্তা ও ব্রহ্মপুত্রের পানিও বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে। জেলার ৬টি উপজেলার দেড় শতাধিক চর গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।

গত ৩/৪দিন ধরে বন্যায় প্লাবিতরা মানবেতর জীবন-যাপন করছে। বাড়ির ভেতরে পানি ওঠায় তারা ঠিকমতো রান্নাবান্না করতে পারছেন না। স্যানিটেশন ও বিশুদ্ধ পানির সংকটে ভুগছে বন্যাকবলিত এসব পরিবার। দেখা দিয়েছে গবাদী পশুর খাদ্য সংকট।

ঘরবাড়িতে পানি ওঠায় অনেকেই গবাদী পশু নিয়ে রাস্তা ও বাঁধের উপর আশ্রয় নিয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানান, ইতিমধ্যে ৬৫ মে.টন চাল উপজেলাগুলোতে বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়াও ৫৮৫ মে.টন চাল, ১০লক্ষ টাকা ও ১হাজার ৭শ’ প্যাকেট শুকনো খাবার মজুদ রয়েছে।
জেলা প্রশাসন সুত্রে জানা গেছে, বন্যার্তদের তালিকা করা হচ্ছে।
এছাড়াও শুক্রবার বন্যা কবলিত ৮শতাধিক পরিবারে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments