মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫
Homeরাজনীতিবরকত যুক্ত সংসদ করার জন্য, চোর-ডাকাত-ধর্ষকমুক্ত সংসদ করতে হবে: ফয়জুল করীম

বরকত যুক্ত সংসদ করার জন্য, চোর-ডাকাত-ধর্ষকমুক্ত সংসদ করতে হবে: ফয়জুল করীম

আবুল কালাম আজাদ: ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, বরকত যুক্ত সংসদ করার জন্য, চোর-ডাকাত-ধর্ষকমুক্ত সংসদ করতে হবে। যে গাছে চোরের হাত লাগে, সে গাছের ফল হয়না। আমাদের দেশের সংসদে চোরের হাত লেগেছে, ডাকাতের হাত লেগেছে। এজন্য বরকত হয় না। দুই নম্বর জমিতে এক নম্বর ফসল হয়না। দুই নম্বর নেতার কাছে দেশ কখনো এক নম্বর হতে পারে না। এক নম্বর নেতার কাছেই দেশ এক নম্বর হতে পারে। যাদেরকে সংসদে পাঠানো হয়েছে, তারা তো মানুষ না হনুমান।

একজন বিবেকবান মানুষ চোর, বাটপার ধর্ষকদের দল করতে পারে না। কুড়িগ্রামের উলিপুরে ইসলামী আন্দোলন উপজেলা শাখার আয়োজনে শুক্রবার (১৪ জুলাই) রাতে পৌরশহরের হ্যালিপ্যাড মাঠে পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, বর্তমানে পুঁজিবাদি অর্থনীতি ধনীকে ধনী বানায়, গরিবকে গরিব বানায়। কাগজে কলমে বিভিন্ন প্রকল্প দেখিয়ে শতভাগ টাকা চুরি করা হয়েছে। ইসলামী আন্দোলন রাজনীতি করে মানুষের অধিকার, শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে দেয়ার জন্য। বর্তমানে যে উন্নয়ন হয় এর থেকে ইসলামী আন্দোলন সরকারের গেলে ৭০ গুন বেশি উন্নয়ন হবে।

পথ সভায় বিশেষ অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য আক্কাছ আলী সরকার বলেন, এ দেশে যেনো তেনো ভাবে নির্বাচন হতে দেয়া হবে না। যাতে অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন হয় এবং তা জাতীয় সরকারের অধিনেই হতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই আন্দোলন করছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ উলিপুর শাখার সভাপতি এস এম রিয়াজুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ও কুড়িগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য আক্কাছ আলী সরকার, কুড়িগ্রাম জেলা সাংগঠনিক সম্পাদক শেখ নূর মোহাম্মদ, উলিপুর দক্ষিণ থানার সহসভাপতি মফিজল হক জর্দা, সেক্রেটারি মাওলানা আতাউর রহমান, সাবেক পৌর কমিশনার কয়সার আলী, পৌর শাখার আহবায়ক মাওলানা মাঈদুল ইসলাম প্রমুখ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments