মঙ্গলবার, সেপ্টেম্বর ১০, ২০২৪
Homeসারাবাংলাচাঁপাইনবাবগঞ্জে জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জে জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ফেরদৌস সিহানুক শান্ত: চাঁপাইনবাবগঞ্জে তরিকুল ইসলাম (টি ইসলাম) কতৃক জোরপূর্বক জমি দখল ও দোকানঘর ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পৌরসভার সাবেক কাউন্সিলর সাইদুর রহমানের পরিবার। আজ বৃহস্পতিবার দুপুরে স্হানীয় একটি হোটেলে এই সাংবাদিক সম্মেলন করেন ভুক্তভোগী পরিবার।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলর সাইদুর রহমান। লিখিত বক্তব্যে অভিযোগ করেন গত ১আগাষ্ট রাত আনুমানিক ৩ টার সময় ট্রাক যোগে লাটিয়াল বাহিনী সহ বুলডোজারের মাধ্যমে জমি দখল ও নবনির্মিত দুটি পাকা দোকান ঘর ভাংচুর করে পালিয়ে যায় টি ইসলামের মাস্তান বাহিনী।

তিনি আরও জানান উচ্চ আদালতের মাধ্যমে রায় পেলেও টি ইসলামের মাস্তান বাহিনী এ জমি দখল করতে আসে। তাহলে কি আদালতের চেয়ে দখলবাজ মাস্তানেরা বড়! আদালতের রায় অমান্য করছে টি ইসলাম। আমরা এ থেকে প্রতিকার চায়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলর সাইদুর রহমান, ব্যবসায়ি আব্দুল হান্নান ও মোহম্মদ আলী।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments