শনিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৫
Homeসারাবাংলাসাউন্ড বক্সে উচ্চ আওয়াজজে গান বাজাতে নিষেধ করায় কুপিয়ে হত্যা, গ্রেফতার ২

সাউন্ড বক্সে উচ্চ আওয়াজজে গান বাজাতে নিষেধ করায় কুপিয়ে হত্যা, গ্রেফতার ২

আনিছ আহমেদ: শেরপুর সদর থানার পশ্চিমশেরী এলাকায় উচ্চ আওয়াজে সাউন্ড বক্স বাজাতে নিষেধ করায় রিক্সাচালক মিন্না শেখ-কে কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনার প্রধান দুই আসামী-কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। ৬ আগষ্ট রাতে র‌্যাব-১৪ এর দেয়া এক প্রেস রিলিজে এই তথ্য জানানো হয়েছে।

ধৃত আসামীদ্বয়কে শেরপুর সদর থানায় হস্থান্তর করা হয়েছে। তারা হলেন শেরপুর সদর থানার পৌর এলাকার পশ্চিম শেরী মহল্লার বাসিন্দা মোঃ কবির হোসেনের দুই ছেলে রাজিব মিয়া (৩৩) এবং রাজন মিয়াকে (২২)।

গোপন সংবাদের ভিত্তিতে ৬ আগষ্ট রবিবার রাতে বগুড়া জেলার আদমদিঘী থানা এলাকা এবং ফরিদপুর জেলার কোতয়ালী থানার ডুমরা এলাকায় র‌্যাব-১২ ও র‌্যাব-১০ এর যৌথ আভিযানিক দলের সহযোগীতায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প।

গত ৩১ জুলাই রাতে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মামলা সূত্রে র‌্যাব জানায়, ওইদিন রাত্র ১০ টা থেকে গভীর রাত পর্যন্ত ভিকটিমের বড়ভাই মোঃ জিন্নাহ শেখ (৫৫) এর বাড়ীর পাশে উচ্চ আওয়াজে সাউন্ডবক্সে গান বাজাচ্ছিল আসামিরা। ভিকটিম ও তার ভাই এতে নিষেধ করলে আসামীরা তর্কাতর্কি করে তাদের হুমকি দিয়ে চলে যায়। পরে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে ভিকটিমের ভাইয়ের বাড়ীতে ঢুকে গালিগালাজ ও ভাংচুর শুরু করে। ভিকটিম এতে বাধা দিলে আসামিরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে। আশেপাশের লোকজন ভিকটিমকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। ২ আগষ্ট সকালে মিন্না শেখ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় তার স্ত্রী রহিমা বেগম (৪০) মারামারিসহ তার স্বামীকে হত্যার অভিযোগ এনে শেরপুর সদর থানায় মামলা দাখিল করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments