বাংলাদেশ প্রতিবেদক: মানিকগঞ্জের সিংগাইর প্রেসক্লাবের পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক আমাদের অর্থনীতির সিংগাইর প্রতিনিধি মো. সিরাজুল ইসলামকে আহবায়ক এবং দৈনিক ইনকিলাবের সিংগাইর সংবাদদাতা মো. রকিবুল হাসান বিশ্বাসকে সদস্য সচিব করে ৫ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটির অন্য তিন সদস্য হলেন- দৈনিক দেশ রূপান্তরের সিংগাইর প্রতিনিধি মো. সাইফুল ইসলাম তানভীর, ভোরের কাগজের সিংগাইর প্রতিনিধি ও সাবেক সাধারণ সম্পাদক মাসুম বাদশাহ ও দৈনিক যুগান্তরের সিংগাইর প্রতিনিধি ও জাতীয় অনলাইন আজকের বাংলাদেশ জেলা প্রতিনিধি মুহ. মিজানুর রহমান বাদল।
শুক্রবার (২৫ আগস্ট ) সকাল ১০ টার দিকে সিংগাইর বাসষ্ট্যান্ড সংলগ্ন প্যারামাউন্ট শপিং সেন্টারের গ্রাউন্ড ফ্লোরে অনুষ্ঠিত এক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়। মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও মাসুম বাদশাহর সঞ্চালনায় এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে সিংগাইর প্রেসক্লাবের পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে আগামী ৯০ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন এবং নতুন সদস্য অন্তর্ভুক্তি করার সিদ্ধান্ত গৃহিত হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন – মো. সোহরাব হোসেন (ভোরের দর্পণ), মো. আতাউর রহমান (মানবজমিন), মো. মোস্তাক আহমেদ (মানবকন্ঠ), মোহাম্মদ আলী রিপন (সমকাল), মো. জয়নাল আবেদীন (ভোরের ডাক), মো. হাবিবুর রহমান মোল্লা (ভোরের পাতা), পীর মো. ইয়াকুব হোসেন (সংবাদ সারাবেলা) ও মো. আবদুল্লাহ আল মামুন (আজকালের খবর)।