জয়নাল আবেদীন:রংপর সিটি কর্পোরেশন এলাকায় স্বল্প ব্যয়ে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আবাসন নির্মানের কাজ শুরু হচ্ছে।
বৃহস্পতিবার দুপুরে রংপুর সিটি কর্পোরেশন সভা কক্ষে ইউএনডপি ও ইউকে এইড‘র অর্থায়নে ও কারিগরি সহযোগীতায় বাস্তবায়নাধীন প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন প্রকল্পের অধীনে রংপুর শহরের হরিজন জনগোষ্ঠীর জন্য স্বল্প ব্যয়ে আবাসন নির্মানের জন্য একটি সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে জুমে ঢাকা থেকে সংযুক্ত ছিলেন স্থানীয় সরকার বিভাগ ও জাতীয় প্রকল্প পরিচালক প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের যুগ্ম সচীব মাসুম পাটওয়ারী অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ইউএনডপির প্রকল্প ব্যবস্থাপক ইয়োগেস প্রাধানানাং। রংপুর সিটি কর্পোরেশন প্যানেল মেয়র মাহবুবুর রহমান মন্জুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) উম্মে ফাতিমা। সিটি কর্পোরেশনে স্বল্প ব্যয়ে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আবাসন নির্মানের সমঝোতা স্বারক স্বাক্ষর করেন।
উল্লেখ্য এই আবাসন স্কিমের মাধ্যমে রংপর শহরের ২শ৩৪ টি হরিজন কমিউনিটির পরিবারকে পূনর্বাসন করা হবে।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, তত্বাবধায়ক প্রকৌশলী মো: আসাদুজ্জামান ,নির্বাহী প্রকৌশলী আবু তালেব, নির্বাহী প্রকৌশলী আলী আজম, নগর পরিকল্পনাবিদ মো: নজরুল ইসলাম, ইউএনডপির টাউন ম্যানেজার মোবারক হোসেন, কাউন্সিলর লিটন পারভেজ, জাহাঙ্গীর আলম তোতা ,হাসনা বানু সহ অন্যান্য কাউন্সিলর গন, কমিউনিটি সংগঠন ও উপকারভোগী পরিবারের সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে স্বল্প ব্যয়ে আবাসনের ডিজাইন মাল্টিমিডিয়ার মাধ্যমে উপস্থাপন করেন ইউএনডপির হাউজিং কোঅর্ডিনেটর আখতারুজ্জামান।জাতীয় প্রকল্প পরিচালক উপকারভোগী পরিবারদের,ওয়ার্ড কাউন্সিলর ও সিটি কর্পোরেশনের কর্মকর্তাগনের মতামত শোনেন তার প্রয়োজনীয় ব্যাখা প্রদান করেন।রংপর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্যানেল মেয়র এই স্কিমটি রংপুরের জন্য বাস্তবায়ন করার সিদ্ধান্ত ও উদ্যোগ নেয়ার জন্য ইউএনডপিকে ও জাতীয় প্রকল্প পরিচালক কে ধন্যবান জানান ।