এ এম মিজানুর রহমান বুলেটঃ পটুয়াখালীর মহিপুরে একটি তীব্র বিষধর রাসেলস ভাইপার সাপ উদ্ধার করেছে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা।
বৃহস্পতিবার সন্ধ্যায় মহিপুর থানার ধুলাসর ইউনিয়নের চর ধলাসর গ্রামের হাসেম চৌধুরীর বাড়ি থেকে সাপটি উদ্ধার করা হয়। সাপটির দৈর্ঘ্য ২ ফুট। পরে রাত আটটার দিকে সাপটি কলাপাড়া লঞ্চঘাট এলাকায় নিয়ে আসা হলে এক নজর দেখতে ভীড় জমায় উৎসুক জনতা।
এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান জানান, সাপটি ওই বাড়ির ফেলে রাখা জালে আটকা পরে। এটি উদ্ধার শেষে জাল ছাড়ানোর পর প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এসব সাপ মূলত বালুতে বসবাস করে। সাপটি রিসার্সের জন্য চট্রগ্রামের ভেনম রিসোর্স সেন্টারে পাঠানো হবে।