শনিবার, অক্টোবর ৫, ২০২৪
Homeসারাবাংলাহাতীবান্ধায় ইজিবাইক উল্টে গৃহবধুর মর্মান্তিক মৃত্যু আহত ২

হাতীবান্ধায় ইজিবাইক উল্টে গৃহবধুর মর্মান্তিক মৃত্যু আহত ২

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় ইজিবাইক উল্টে কুয়াশা বেগম (৩২) নামে এক গৃহবধু  মৃত্যু হয়েছে। এসময় ঐ ইজিবাইকে থাকা গৃহবধুর স্বামী জাহেদুল ইসলাম ও বড়বোন বুলবুলি গুরুতর আহত হয়েছে।
মঙ্গলবার দুপুরে দূর্ঘটনাটি ঘটেছে উপজেলার সিন্দুর্না ইউনিয়নের আব্দুল করিমের চাতাল এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হাতীবান্ধা মেডিকেল মোড় এলাকা থেকে জাহেদুল ইসলাম স্ত্রী ও তার বড় বোনকে নিয়ে ইজিবাইকে করে শশুড়বাড়ি সিন্দুর্নায় যাচ্ছিল। পথিমধ্যে আব্দুল করিমের চাতাল এলাকায় ইজিবাইকটি উল্টে ৩ জনেই আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে আসার পথে মারা যান জাহিদুলের স্ত্রী কুয়াশা। এ ঘটনায় জাহিদুল ও তার বোন গুরুতর আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
দায়িত্বরত চিকিৎসক ডা: নাসিরা বেগম বলেন, হাসপাতালে নিয়ে আসার আগে তার মৃত্যু হয়। অপর দু’জন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।
  এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা  ওসি  শাহা আলম ঐ নারীর মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আজকের বাংলাদেশhttps://www.ajkerkagoj.com.bd/
Ajker Bangladesh Online Newspaper, We serve complete truth to our readers, Our hands are not obstructed, we can say & open our eyes. County news, Breaking news, National news, bangladeshi news, International news & reporting. 24 hours update.
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments