সোমবার, ফেব্রুয়ারি ১০, ২০২৫
Homeসারাবাংলাচৌহালীতে যমুনায় ইলিশ ধরার দায়ে ২৫ জেলের কারাদণ্ড

চৌহালীতে যমুনায় ইলিশ ধরার দায়ে ২৫ জেলের কারাদণ্ড

মারুফা মির্জা: সিরাজগঞ্জের চৌহালীতে নিষেধাজ্ঞা অমান্য করে যমুনায় মা ইলিশ ধরায় ১৫ অসাধু জেলেকে ভ্রাম্যমান আদালতে ১০ দিন করে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।

সাজাপ্রাপ্তরা হলো চৌহালীর খাস পুকুরিয়ার আসাদ আলী (২২), আবুল খায়ের (৬৫), নুর মোহাম্মদ (৬০), দত্তকান্দির হাফেজ মোঃ ইব্রাহিম (৩৪), চর সলিমাবাদের মারুফ সরদার (৩৫), ঘোরজানের শুকুর চাঁদ (২৫), টাঙ্গাইল সদরের আহম্মদ আলী (৩৩), মোকরম আলী (২২), জাহাঙ্গীর সরকার (২০), রমজান আলী (২০), নাগরপুরের নিশ্চিন্তপুরের আব্দুল মজিদ (৫০), মিজানুর রহমান (২৮), মানিকগঞ্জের কাঁঠালতলীর আবু সাইদ (৫৫), লালপুরের ছাকিবুল হাসান (২০), দৌলতপুরের মজিবর রহমান (২৮)। তখন মাছ ধরায় আটক ১ লাখ মিটার ক্যারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দেয়া হয়। গত মঙ্গলবার রাতভর সিরাজগঞ্জের চৌহালী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান এ অভিযান পরিচালনা করেন।

এদিকে বুধবার দুপুরে আটককৃতদের ১০ দিন কওে ভ্রাম্যমান আদালতে সাজা দেয়ার পর প্রত্যেককে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে কারাগাড়ে প্রেরণ করা হয়।

অভিযানে চৌহালী উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম, ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম, পুলিশ ও আনসার বাহিনী সদস্যবৃন্দ অংশ নেয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments