বুধবার, মে ১৫, ২০২৪
Homeসারাবাংলাআগামী চার বছরের মধ্যে নিজ নির্বাচনী আসনকে বেকারত্ত্ব ও দারিদ্রমুক্ত করার অঙ্গীকার...

আগামী চার বছরের মধ্যে নিজ নির্বাচনী আসনকে বেকারত্ত্ব ও দারিদ্রমুক্ত করার অঙ্গীকার হুইপ স্বপনের

এস এম শফিকুল ইসলামঃ বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ  আল মাহমুদ  স্বপন বলেন,
আমরা জনগণের প্রথম চাহিদাগুলো পূরণ করে একটা জায়গায় এসেছি। এখন আমাদের টার্গেট বেকারত্ত্ব ও দারিদ্রমুক্ত আক্কেলপুর-কালাই-ক্ষেতলাল (জয়পুরহাট-২) উপজেলা গড়ে তোলা। এই স্বপ্ন নিয়ে আমরা কাজ করছি। আগামী ২০২৪, ২৫, ২৬ ও ২৭ সালের এই চার বছরের মধ্যে আমরা এই তিন উপজেলাকে বেকারত্ত্ব ও দারিদ্রমুক্ত গড়ে তুলবো। এতে যত রকমের কাজ করার দরকার আমরা সমস্ত জনগণকে সঙ্গে নিয়ে সেই কাজগুলো করবো।
তিনি বলেন, আক্কেলপুর পৌরসভার অবকাঠামো উন্নয়নে সরকার ৩২ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। আগামীতে আরও রাস্তাঘাট-হাট বাজারের উন্নয়ন হবে। উন্নয়নের ধারা অব্যহত রাখতে আবারও নৌকা ভোট দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে হবে।
হুইপ স্বপন বলেন, যদি কেউ এক-এগারো করার দুঃস্বপ্ন দেখছেন বা অবৈধ পন্থায় ক্ষমতা দখলের চেষ্টা করবেন তারা সংবিধানের ৭ অনুচ্ছেদ অনুযায়ী দেশের প্রচলিত আইনে দণ্ডিত হবেন।
তিনি আরও  বলেন, যদি কোন বিদেশি নাগরিক অসাংবিধানিক পন্থায় দেশের ক্ষমতা রদবদলের চেষ্টা করে, তার বিরুদ্ধেও দেশের যেকোন নাগরিক সংক্ষুদ্ধ হয়ে মামলা করলে সেই ব্যক্তিও মৃত্যুদণ্ডে দণ্ডিত হবার মতো শাস্তিযোগ্য অপরাধের আমলে আসবেন। এমন কাজ যদি কোন ব্যক্তি বা কোন গোষ্ঠি করে থাকেন তাহলে বাংলাদেশের আর কেউ মামলা না করলেও আমি একজন নাগরিক হিসেবে তার বিরিদ্ধে মামলা করবো। সুতরাং এমন কাজ কেউ করার আগে সংবিধানের ৭ অনুচ্ছেদ পাঠ করবেন।
মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেলে জয়পুরহাটের আক্কেলপুর সরকারি ফজর উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আক্কেলপুর পৌরসভা আয়োজিত গণ-সংলাপে এক-এগারো নিয়ে দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তির প্রশ্নের জবাবে হুইপ স্বপন এসব কথা বলেন।
আক্কেলপুর পৌর এলাকার উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি ও দারিদ্র দূরীকরণ বিষয়ক এই গণ-সংলাপে নানা প্রশ্ন তুলে ধরেন পৌরসভার বিভিন্ন এলাকার নারী-পুরুষ। তাদের সরাসরি প্রশ্নের জবাব দেন হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
মুক্তিযোদ্ধা বজলুর রশিদ কবিরাজ বলেন, গণ-সংলাপ অনুষ্ঠানে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কিছু সমস্যা নিয়ে হুইপ মহোদয়কে প্রশ্ন করেছিলাম। হুইপ মহোদয় বিষয়গুলো দেখবেন বলে আশ্বাস দিয়েছেন।
হাস্তাবসন্তপুর আশ্রয়ণ প্রকল্পের সভাপতি মজনু মিয়া বলেন, আমাদের আশ্রয়ণ প্রকল্পে ৩০ ঘরের বাসিন্দারা একটি পুকুর চাষ করতেছে। আর আমরা ১৭৫ ঘর পুকুর থেকে বঞ্চিত। পুকুর পাওয়ার ব্যবস্থা করতে হুইপ মহোদয়কে অনুরোধ করেছি। হুইপ মহোদয় প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আক্কেলপুর পৌরসভার মেয়র শহীদুল আলম চৌধুরী।
এ  গণসংলাপ অনুষ্ঠানে পৌর এলাকার বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।
আজকের বাংলাদেশhttps://www.ajkerkagoj.com.bd/
Ajker Bangladesh Online Newspaper, We serve complete truth to our readers, Our hands are not obstructed, we can say & open our eyes. County news, Breaking news, National news, bangladeshi news, International news & reporting. 24 hours update.
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments